• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯
পত্নীতলায় মাদ্রাসা ছাত্রকে নির্মমভাবে পেটালেন শিক্ষক

নির্মম নির্যাতনের শিকার মাদ্রাসা ছাত্র জাকির হোসেন

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

পত্নীতলায় মাদ্রাসা ছাত্রকে নির্মমভাবে পেটালেন শিক্ষক

  • পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ ডিসেম্বর ২০১৮

নওগাঁর পত্নীতলায় এক মাদ্রাসা ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছেন পাষন্ড শিক্ষক। শুক্রবার সন্ধ্যায় পত্নীতলা ইউনিয়নের হাসেনবেগপুর এলাকায় হাসেনবেগপুর কাওয়ামী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রের পরিবারের সদস্যদের অভিযোগ, উপজেলার যদুবাটি এলাকার মৃত.আব্দুর রশীদের ছেলে জাকির হোসেন (১২) হাসেনবেগপুর কাওমী মাদ্রাসার ছাত্র। শুক্রবার অজ্ঞাত কারণে জাকির বাড়ি থেকে মাদ্রাসায় আসতে একটু দেরি হয়, মাদ্রাসায় আসার পর তার সহপাঠি সাব্বির হোসেন ও জোবায়ের হোসেন গামছা দিয়ে জাকিরের হাত বেঁধে রাখে। পরে সন্ধ্যায় মাদ্রাসায় তার শিক্ষক আবু বক্কর সিদ্দিক তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেন। আজ শনিবার সকালে খবর পেয়ে ওই ছাত্রের পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি, ওই ছাত্রের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে ওই মাদ্রাসার শিক্ষক পলাতক রয়েছে। আমরা শিক্ষককে খোঁজার চেষ্ঠা করছি । পুলিশ ঘটনাস্থানে গিয়েছিলো। সেখানে গিয়ে মাদ্রাসাটি বন্ধ পেয়েছে। তবে বিষয়টি তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads