• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
চুম্বকের সাহায্যে অভিনব কৌশলে ইয়াবা পাচার

প্রতীকী ছবি

অপরাধ

চুম্বকের সাহায্যে অভিনব কৌশলে ইয়াবা পাচার

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ ডিসেম্বর ২০১৮

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে চুম্বকের সহায়তায় অভিনব কৌশলে মাদক পাচারকালে ৮ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাবেক মাদ্রাসা ছাত্র ও সহযোগী এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি টিম। আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য দেন।

এর আগে সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে চেকপোষ্টে তল্লাশী চালিয়ে চট্টগ্রাম থেকে ঢাকামুখী গ্রীনলাইন পরিবহনের একটি বিলাস বহুল ডাবল ডেকার এসি কোচ থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সোমবার রাতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার বাসিন্দা মোঃ ফোরকান (২৮) ও তার সহযোগী একই এলাকার লায়লা বেগম (৪০)। এর মধ্যে মোঃ ফোরকান একটি মাদরাসার প্রাক্তন ছাত্র।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত মাদক বিক্রেতা মোঃ ফোরকান (২৮) দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা চুম্বকের সহায়তায় বাসের সীটের তলায় সংযুক্ত করে কক্সবাজার থেকে ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মোঃ ফোরকান মাদক পাচারে সহায়তা করার জন্য তার সঙ্গে লায়লা বেগমকে সহযাত্রী হিসেবে নিয়ে আসে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads