• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
নসিমন চালককে পেটানো মেয়র ১২ ঘণ্টা পর মুক্ত

নসিমন চালককে পেটানো মেয়র ১২ ঘণ্টা পর মুক্ত

ছবি : সংগৃহীত

অপরাধ

নসিমন চালককে পেটানো মেয়র ১২ ঘণ্টা পর মুক্ত

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর ২০১৮

নির্যাতিত নসিমন চালক জামালই বাঁচিয়ে দিলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমানকে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে নির্যাতিত জামালের বাবা ও বড় ভাই গিয়ে মেয়রের ওপর তাদের কোনো অভিযোগ নেই বলে উল্লেখ করেন। এরপর একজন জিম্মানামায় সই করে ছাড়িয়ে আনেন সাদেকুর রহমানকে।

এর আগে গত সোমবার রাতে সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমানকে তার বাসা থেকে আটক করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল দুপুরে মেয়র সাদেকুর রহমানকে নেওয়া হয় জেলা পুলিশ সুপার কার্যালয়ে। সেখানে মেয়রকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নির্যাতিত জামালের বাবা খবিরউদ্দিন ও ভাই কামাল হোসেনকে ডেকে নেওয়া হয় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে। তাদের সঙ্গে কথা বলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে জামালের বাবা ও ভাই জানান, ‘যা হওয়ার হয়ে গেছে তা নিয়ে এখন দুঃখ করে কী লাভ। মেয়র মুরব্বি মানুষ। তিনি নানা রোগে অসুস্থ। ওনার ওপর আমাদের অভিযোগ নেই। আমরা তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেব না।’ তাদের বক্তব্য শোনার পর মেয়রকে মানবিক দিক বিবেচনা করে একজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরের সামনে সোনরাগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান তার গাড়িতে আঁচড় লেগেছে এ অভিযোগে নসিমন চালক জামাল ও তার ছোট ভাগিনাকে বেদম পেটায়। আহত জামাল ও তার ভাগিনাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর সোমবার গভীর রাতে পৌর মেয়র সাদেকুর রহমানকে আটক করে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads