• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
হামলায় রক্তাক্ত গয়েশ্বর

রক্তাক্ত গয়েশ্বর চন্দ্র রায়

ছবি : সংগৃহীত

অপরাধ

হামলায় রক্তাক্ত গয়েশ্বর

# চট্টগ্রামে নৌকার প্রার্থীর প্রচারে পেট্রোলবোমা, দগ্ধ ৩ য় বাবলা-সালাহ উদ্দিনের মিছিলে ধাওয়া-পাল্টাধাওয়া # নবাবগঞ্জে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা য় সাতক্ষীরা, জামালপুর, গৌরনদী ও হাজীগঞ্জে নৌকা প্রার্থীর কার্যালয়ে হামলা আগুন # যশোর, লক্ষ্মীপুরে ধানের শীষের প

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর ২০১৮

নির্বাচনী প্রচারণাকালে ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা হয়েছে। ঢাকা-৪ আসনের মহাজোট প্রার্থী আবু হোসেন বাবলা ও জাতীয় ঐক্যজোট প্রার্থী সালাহ উদ্দিনের আহমদের কর্মী-সমর্থকদের মিছিলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। নবাবগঞ্জে থানা রোডে শামীম গেস্ট হাউসে অবস্থানরত যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের ওপর গত সোমবার রাতে হামলা হয়েছে। এতে কমপক্ষে ১০ সাংবাদিক আহত হয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে নৌকার প্রার্থীর ভোটের প্রচার লক্ষ্য করে ছোড়া পেট্রোলবোমায় তিনজন দগ্ধ হয়েছেন। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। জামালপুরে সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে নৌকার তিনটি প্রচার কেন্দ্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বগুড়া-৩ আসনের মহাজোটের প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম তালুকদার (লাঙ্গল) মার্কার প্রচারণা অফিস গত সোমবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাগেরহাটের শরণখোলায় ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টির উদ্দেশ্যে এক ইউপি সদস্য ও যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রচারণায় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। ঝালকাঠির রাজাপুরে গালুয়া ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। যশোরে নৌকার প্রার্থী রণজিত রায়ের ছেলে রাজীব রায়ের নেতৃত্বে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অফিস, বাড়িঘর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। লক্ষ্মীপুরের কমলনগরে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী আ স ম রবের ৩টি নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর এবং একটিতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। ঠাকুরগাঁওয়ে আবার একটি হিন্দুবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া বগুড়ার শেরপুর, বরিশালের গৌরনদী, ময়মনসিংহের ভালুকা, চাঁদপুরের হাজীগঞ্জ, নওগাঁর রানীনগর, নাটোরের বড়াইগ্রাম ও ফেনীর সোনাগাজীতে নানা ধরনের ঘটনা ঘটেছে। নিজস্ব প্রতিবেদক, ব্যুরো অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর—

ঢাকা : নির্বাচনী প্রচারণাকালে ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধানের শীষের প্রচারণায় ঢাকা-৩ আসনের চুনকুটিয়া কদমতলী এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে বের হন ওই আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। প্রচারণাকালে তার ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে এক দল সন্ত্রাসী হামলা চালায়। এতে গয়েশ্বর চন্দ্রসহ তার অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হন। পরে আহতাবস্থায় তাকে রাজধানীর বিজয়নগরে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যক্তিগত সহকারী মো. শাহিন বলেন, প্রচারণাকালে তার ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন। দক্ষিণ  কেরানীগঞ্জ যুবদলের সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ জানান, নির্বাচনী গণসংযোগের সময় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা নির্বাচনী গণসংযোগে অতর্কিত হামলা চালায়। গয়েশ্বর রায়ের মেয়ে বিএনপির প্রান্তিক জনশক্তিবিষয়ক সহসম্পাদক অপর্ণা রায় বলেন, এটা কোনো মিছিল বা সমাবেশে ছিল না। আমার বাবা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। সেখানে আওয়ামী যুবলীগের সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। তাদের লাঠিসোটার আঘাতে বাবার মাথা ফেটে যায়। শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। সন্ত্রাসীদের গ্রেফতারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডিউটি অফিসার আবুল কাসেম বলেন ঘটনা শুনেছি, রাত ৮টা পর্যন্ত থানায় কেউ মামলা দিতে আসেনি।

এদিকে ঢাকা-৪ আসনের মহাজোট প্রার্থী আবু হোসেন বাবলা ও জাতীয় ঐক্যজোট প্রার্থী সালাহ উদ্দিনের আহমদের কর্মী-সমর্থকদের মিছিলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ৭-৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামপুর লাল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নির্বাচনী প্রচারণার জন্য কর্মী-সমর্থকদের নিয়ে বের হন ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন। তার কিছুক্ষণ পর মহাজোটের প্রার্থী আবু হোসেন বাবলার কর্মী-সমর্থকরাও একটি মিছিল বের করে। মিছিল দুটি একপর্যায়ে মুখোমুখি অবস্থান নিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরবর্তী সময়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর জোনের সহকারী কমিশনার (এসি) ফয়সাল মাহমুদ বলেন, মিছিলটি শুরুর সময়ই নিরাপত্তার স্বার্থে আমরা উভয় দলের লোকজনকে প্রথমে বাধা দিই। কিন্তু তারা আমাদের কথা শুনেননি। একপর্যায়ে উভয়ের দলের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে ৭-৮ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

নবাবগঞ্জ (ঢাকা) : নবাবগঞ্জে থানা রোডে শামীম গেস্ট হাউসে অবস্থানরত যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের ওপর গত সোমবার রাতে হামলা হয়েছে। এতে কমপক্ষে ১০ সাংবাদিক আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় ১৮টি গাড়ি ও হোটেলের বিভিন্ন কক্ষ। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন যুগান্তরের সাংবাদিক শামীম খান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য ওই হোটেলে অবস্থান করছিলেন সাংবাদিকরা।

চট্টগ্রাম : সীতাকুণ্ডে নৌকার প্রার্থীর ভোটের প্রচার লক্ষ্য করে ছোড়া পেট্রোলবোমায় তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার মাদাম বিরিহাটে চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের প্রচারের মধ্যে হামলার এই ঘটনা ঘটে। সীতাকুণ্ডের ঘটনায় আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, তাদের মধ্যে তিনজন দগ্ধ। অন্যজন শরীরে আঘাত পেয়েছেন।

চট্টগ্রাম-৪ আসনের বর্তমান সংসদ সদস্য দিদার বলেন, দুপুরে তিনি যখন সমর্থকদের নিয়ে প্রচার চালাচ্ছিলেন, তখনই তার কর্মীদের ওপর হামলা করে পেট্রোলবোমা ছোড়া হয়। আমার বিপক্ষের প্রার্থীর লোকজন এ হামলা চালিয়েছে। আমার কর্মীদের মধ্যে অন্তত ১০ জন আহত হয়েছে। সীতাকুণ্ড আসনে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির উত্তর জেলা কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরীর বড় ভাই ইসহাক কাদের চৌধুরী। কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান মৃণাল কান্তি দাশ বলেন, আহতদের মধ্যে সাদ্দাম হোসেন (২৮), মোহাম্মদ রায়হান (২০) ও তৈয়ব উদ্দিন (২৮) বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। পোড়ার পরিমাণ ১০ শতাংশের নিচে হওয়ায় তাদের কারো জীবন শঙ্কা নেই। আর আবু সালেহ মো. শামসুদ্দিন (৪২) ও মো. নূরুদ্দিন (৪২) রডের আঘাতে আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সাতক্ষীরা : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আস‌নে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে পাটকেলঘাটা ওভারব্রিজের পাশে অবস্থিত আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু জানান, রাতে দলীয় নেতাকর্মীরা নির্বাচনী কার্যালয় থেকে বাড়ি গেলে হঠাৎ কে বা কারা এসে একাধিক বোমা বিস্ফোরণ ঘটনায়। এ সময় তারা নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগও করে।

জামালপুর : সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে নৌকার তিনটি প্রচার কেন্দ্র ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায় বলে জানা গেছে। গত সোববার রাত সাড়ে ১২টা পর্যন্ত এই ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের ওই তিনটি প্রচার কেন্দ্র খোলা ছিল। ১টার দিকে কেন্দ্রগুলো বন্ধ করে সমর্থকরা চলে যান। এরপর গভীর রাতে কে বা কারা ওই তিনটি প্রচার কেন্দ্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল জলিল বলেন, ‘বিএনপির কর্মী-সমর্থকরাই এই ঘটনা ঘটিয়েছে। নৌকার গণজোয়ার দেখে তারা এই ঘটনা ঘটায়।’ তিতপল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আদম আলী বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা মাঠেই দাঁড়াতে পারছে না। তারপর আবার প্রচার কেন্দ্র ভাঙচুর করবে। এটা তারাই করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’ অন্যদিকে জামালপুর সদরে বিএনপির সমর্থিত ব্যবসায়ীর একটি রেস্টুরেন্ট, দুটি দোকান ও আটোরিকশা পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা। গত সোমবার রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব ভাঙচুরের ঘটনা ঘটে।

আদমদীঘি (বগুড়া) : বগুড়া-৩ আসনের মহাজোটের প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম তালুকদার (লাঙ্গল) মার্কার প্রচারণা অফিসে গত সোমবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মহাজোটের প্রার্থী লাঙ্গল মার্কার প্রচারণার জন্য আদমদীঘির কাশিমালা গ্রামে অফিস ঘর নির্মাণ করে প্রচারণা করে আসছিল। গত সোমবার ওই ঘর থেকে প্রচারণা শেষে রাতে সব নেতাকর্মী নিজ নিজ বাড়িতে চলে গেলে গভীর রাতে দুর্বৃত্তরা মহাজোটের প্রচারণা ঘরে আগুন লাগিয়ে দেয়।

শরণখোলা (বাগেরহাট) : ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টির উদ্দেশ্যে এক ইউপি সদস্য ও যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে। উপজেলার সাউথখালী ইউনিয়নের ১নং সোনাতলা ওয়ার্ডের ইউপি সদস্য শফুিকল ইসলাম ডালিমসহ স্থানীয় বাসিন্দারা জানায়, সোমবার রাতে কে বা কারা তার বসতবাড়ির উঠানে মাড়াইয়ের উদ্দেশ্যে মজুত করে রাখা আমন ধান ও একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রচারণায় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে জামপুর ইউনিয়নের মাঝেরচর ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় ১৫ বিএনপি কর্মী আহত হয়েছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজাপুর (ঝালকাঠি) : উপজেলার গালুয়া ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার চাঁড়াখালি সিকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, টিনশেডে তৈরি ইউনিয়নের চাড়াখালী এলাকার আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের একপাশসহ ভেতরে থাকা ২১ ইঞ্চি টিভি, কয়েকটি চেয়ার-টেবিল ও কাগজপত্র পুড়ে যায়। তবে ওই সময়ে অফিসের ভেতরে কেউ ছিল না। এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন মল্লিক জানান, এ কার্যালয়ে আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বসত। কারা অগ্নিসংযোগ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

যশোর : ওয়ার্কার্স পার্টি যশোর জেলা শাখার নেতারা অভিযোগ করেছেন, যশোর-৪ আসনের এমপি ও নির্বাচনে নৌকার প্রার্থী রণজিত রায়ের ছেলে রাজীব রায়ের নেতৃত্বে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অফিস, বাড়িঘর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আর পুলিশ ওয়ার্কার্স পার্টি কর্মীকে গ্রেফতার করে জামায়াত-শিবির বলে আখ্যা দিচ্ছে।

দুপুরে যশোর জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে এ অভিযোগ করে শাসক মহাজোটভুক্ত দলটির নেতারা। এদিকে যশোর শহরের প্রাণকেন্দ্রস্থল দড়াটানায় গত সোমবার রাতে ধানের শীষের দুটি প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার জন্য প্রতিদ্বন্দ্বী নৌকার কর্মীদের দায়ী করেছেন বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

লক্ষ্মীপুর : কমলনগরে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী আ স ম রবের ৩টি নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর এবং একটিতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। উপজেলার তোরাবগঞ্জ ও চরকাদিরা ইউনিয়নের রববাজার, ফজুমিয়ার হাট, রহিমগঞ্জ, ইসলামগঞ্জ বাজারের ঐক্যফ্রন্টের প্রার্থী ও আ স ম রবের নির্বাচনী অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও : আবার একটি হিন্দুবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, ছাইগাদা থেকে আগুন লাগতে পারে। জেলার রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, সোমবার রাত আনুমানিক ১টার দিকে মধ্যঝাড়গাঁও গ্রামের যাত্রু বর্মণের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। যাত্রু বর্মণ বলেন, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। রাতে পরিকল্পিতভাবে কেউ বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই আগুনে আমার তিনটা খড়ের ঘর ও একটি খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে।

শেরপুর (বগুড়া) : নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপির নেতৃত্বাধীন বিশদলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীদের নির্বাচনী মাঠ ছাড়া করতে মিথ্যা মামলা-হামলার মাধ্যমে জুলুম-নির্যাতন চালাচ্ছে পুলিশ। জনগণ যাতে ভোট দিতে না যায়, এজন্য তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। গতকাল বিকালে শেরপুর উপজেলার ধনকুণ্ডি এলাকাস্থ ফুড ভিলেজের সভাকক্ষে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে উল্লিখিত কথা বলেন।

গৌরনদী (বরিশাল) : উপজেলার কাণ্ডপাশা এলাকায় গত সোমবার সন্ধ্যায় বিএনপির একটি মিছিলে বাধা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীরা উত্তর শরিকল এলাকায় আওয়ামী লীগের একটি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে।

ভালুকা (ময়মনসিংহ) : নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গতকাল মঙ্গলবার বিকালে পৌর এলাকার বাসস্ট্যান্ডে সাংবাদিক নেতা, পুলিশসহ উভয়পক্ষের শতাধিক আহত হয়েছে। ময়মনসিংহ-১১ আসনের বিএনপি মনোনীত ঐক্যফ্রন্ট প্রার্থী ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু স্থানীয় পাইলট স্কুল মোড় থেকে একটি মিছিল বের করলে সহিংসতা এড়াতে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধা অতিক্রম করে উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির উত্তেজিত নেতাকর্মীরা ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের পার্কিং করা শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও ৬২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

চাঁদপুর : হাজীগঞ্জে নৌকার প্রতীকের প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিন যুবলীগ নেতা আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের স্থানীয় নোয়াহাট বাজারে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নওগাঁ/রানীনগর : নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী আলমগীর কবিরের গাড়িবহরে হামলা করেছে প্রতিপক্ষ নৌকার প্রার্থীর সমর্থকরা। এতে ১০ নেতাকর্মী আহত ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়। বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির জানান, গতকাল সন্ধ্যার আগে রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে গণসংযোগ শেষ করে আসার পথে ওই ইউনিয়নের কাশিমপুর রাজবাড়ীর মোড় নামক স্থানে প্রতিপক্ষ নৌকার প্রার্থী ইসরাফিল আলমের সমর্থকরা প্রথমে আমার গাড়িতে হামলা চালায়। গাড়ির ও আমার তেমন ক্ষতি করতে পারে না। বহরের পেছনে থাকা মাইক্রোবাসের ও মোটরসাইকেলে হামলা চালিয়ে মাইক্রোবাস ভাঙচুর করে এবং নেতাকর্মীদের বেধড়ক মারপিট করে আহত করে। এ সময় ১০ জন আহত হয়েছে।

নাটোর : বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মেরীগাছা এলাকায় পোস্টার টানানো ও গণসংযোগকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ইটের আঘাতে দুজন আহত ও ৩টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সোনাগাজী (ফেনী) : পৌরসভার ফায়ার সার্ভিস অফিসের সামনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের বিএনপি প্রার্থী আকবর হোসেনের প্রচার মাইক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় প্রচারকাজে নিয়োজিত শিপন, জিহাদ, নুর আলম নামে তিন ব্যক্তিকে পিটিয়ে আহত করে সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।

    

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads