• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
অতিরিক্ত ফি’ দিতে না পারায় ১৫ শিক্ষার্থীর ফরম পূরণ হচ্ছে না

অতিরিক্ত ফি’ দিতে না পারায় ১৫ শিক্ষার্থীর নামের তালিকা

সংরক্ষিত ছবি

অপরাধ

ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিউট

অতিরিক্ত ফি’ দিতে না পারায় ১৫ শিক্ষার্থীর ফরম পূরণ হচ্ছে না

  • জোবায়ের হোসেন, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০১৯

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটে এইচএসসি’র চুড়ান্ত পরীক্ষার ফরম পূরণে কতৃপক্ষের দাবীকৃত অতিরিক্ত টাকা দিতে না পারায় ১৫ শিক্ষার্থীর ফরমপূরণ হচ্ছেনা। গত ০৫ জানুয়ারী ফরম পূরণ না হওয়ার ব্যপারে এসব শিক্ষার্থীদের নোটিশ করে জানান কলেজের অধ্যক্ষ মো.মোস্তাফিজুর রহমান। নোটিশে বলা হয় ‘ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিউটে ২০১৯ সালে দ্বাদশ শ্রেণীর চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ না কারীদের তালিকা। এছাড়াও বিশেষ দ্রষ্টব্যতে বলা হয় তালিকায় অন্তর্ভূক্তদের কলেজে ক্লাস ও কোচিংয়ে অংশগ্রহনের প্রয়োজন নেই। নোটিশটি প্রতিষ্ঠানের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়। নোটিশে ১৫ জন শিক্ষার্থীর নামও উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে অভিবাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এইচএসসি’র ফরম পূরণে শিক্ষার্থী প্রতি ১ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়। অথচ ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কর্তৃপক্ষ কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে বিভিন্ন অজুহাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার টাকা করে আদায় করছেন। কিন্তু বড় অংকের এ ধার্য্য পরিশোধ করতে ব্যর্থ হয়  ১৫ জন শিক্ষার্থী। যার ফলে এখনো তাদের ফরমপূরণ করেননি কলেজ কর্তৃপক্ষ। এতে এসব শিক্ষার্থীদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। হতাশায় রয়েছেন এসব শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, ‘শিক্ষা বোর্ড থেকে ফরম পূরণের ফি বাবদ ১ হাজার ১৭০ টাকা নির্ধারিত হলেও কলেজ কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে ধার্য্য করেছেন। যারা পাঁচ হাজার টাকা দিতে পেরেছে তাদের ফরম পূরণ করা হয়েছে। আমরা যারা পুরো টাকা দিতে পারি নাই তাই আমাদের ফরম পূরণ করেনি। তিন হাজার টাকা দিতে চাইলেও তারা গ্রহণ করেনি। শিক্ষকেরা বলেছেন পাঁচ হাজারের কম নেওয়া হবেনা।’

এ বিষয়ে জানতে চাইলে ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ‘যেসব শিক্ষার্থীর ফরম পূরণ করা হয়নি, তারা আমাদের কাছে ফরম পূরণের জন্য আসেনি। কেউ না আসলে তার ফরম পূরণ হবে কিভাবে?’

এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার বলেন, ‘বোর্ড কর্তৃক নির্ধারিত ফি হতে অতিরিক্ত টাকা নেয়ার সু-নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads