• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
কচুয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি : স্বর্ণালঙ্কার লুট

কচুয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতির দৃশ্যের একাংশ

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

কচুয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি : স্বর্ণালঙ্কার লুট

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জানুয়ারি ২০১৯

চাঁদপুরের কচুয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি করে স্বর্ণালঙ্কার লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বক্সগঞ্জ গ্রামে মোসলেম উদ্দিন মিয়াজীর গৃহে এ ডাকাতি সংঘটিত হয়। এতে অজ্ঞাত মুখোশধারী ডাকাতদল কৌশলে গৃহে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গৃহের লোকজনদের হাত পা বেধেঁ নগদ ২০ হাজার টাকা,২৫ ভরি স্বর্ণ ও ২টি ব্যবহৃত মোবাইল, মূল্যবান সামগ্রীসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুটে নেয়। এসময় ডাকাতদের হামলায় ৩জন গুরুত্বর আহত হয়। আহতরা হচ্ছেন- বৃদ্ধা ছিরু বেগম (৭০), সুফিয়া বেগম (৪০) ও তাহমিনা বেগম (৩০)। আহতদের মধ্যে তাহমিনা বেগমকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্থ গৃহকর্তা মোসলে উদ্দিন জানান, তার দুই পুত্র প্রবাসে রয়েছে। ঘটনার দিন রাতে ১৫/২০ জনের মুখোশধারী একদল ডাকাত নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে গৃহে প্রবেশ করে মালামাল লুটে নেয়। যাওয়ার সময় কাউকে কিছু জানালে আবার ৭দিনপর এসে তাদের প্রানে মারার হুমকি-ধমকির ভয়ভীতি দেখায় বলে তিনি দাবী করেন। এছাড়া পাশ্ববর্তী বাড়ির লোকদের গৃহে ডাকাতদল কৌশলে দরজার সামনে খিল আটকিয়ে দেয়। এ ঘটনায় খবর পেয়ে মঙ্গলবার সকালে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads