• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
'বন্দুকযুদ্ধে' রোহিঙ্গাসহ নিহত ২, ৬ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রতীকী ছবি

অপরাধ

'বন্দুকযুদ্ধে' রোহিঙ্গাসহ নিহত ২, ৬ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জুন ২০১৯

কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারকালে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক রোহিঙ্গাসহ দুইজন নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। শনিবার ভোরে টেকনাফের পৌরসভার কায়ুকখালী পাড়ায় এই ঘটনা ঘটে। এ সময় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

নিহতরা হচ্ছে- হ্নীলা ইউনিয়ন জাদীমুড়া ব্রিটিশ পাড়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী মিয়ানমারের মংডু রাইম্মাবিল এলাকার সুলতান আহাম্মদের ছেলে আব্দুল গফুর (৪০), টেকনাফ সদর ইউনিয়ন কেরুনতলী এলাকার মৃত মো. শরীফের ছেলে মো. ছাদেক (২৩)।

এ ছাড়া টেকনাফে ২ বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক ২টি অভিযানে করে ৬ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফায়সাল হাসান খান  জানান, গোপন সংবাদে জানতে পারি বেশ কয়েকজন চোরাকারবারী মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান নিয়ে টেকনাফ উপকূলে প্রবেশ করবে।  শনিবার ভোরে টেকনাফ পৌরসভা নাফনদী কায়ুখখালী খালের (কে কে খাল) মুখে  বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করার সময় মাদক পাচারকারীরা বিজিবির উপর হামলা করলে আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরা পাল্টা গুলি চালায়। কিছু সময় পর পাচারকারীরা পিছু হটলে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ ২ ব্যাক্তির মৃতদেহ, ১ লাখ ইয়াবা ও দেশীয় দুটি কিরিস উদ্ধার করা হয়।

পরে মৃতদেহ দুটি ময়না তদন্ত করার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অপর দিকে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে হ্নীলা দমদমিয়া ওমর খাল এলাকায় অভিযানে গেলে  বিজিবির অবস্থান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল তল্লাশি করে মালিকানাবিহীন ৫ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোট ৬ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মুল্য ১৯ কোটি ২০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads