• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
দিনে উবারচালক, রাতে চোর 

ছবি : সংগৃহীত

অপরাধ

দিনে উবারচালক, রাতে চোর 

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ জুলাই ২০১৯

একজন দিনের বেলায় উবার চালান, অপরজন সোনার বাংলা ট্রেনের অ্যাটেনডেন্স। তারা দুজন ঘুরে ঘুরে বিভিন্ন অফিসের তথ্য সংগ্রহ করেন। এরপর সুযোগ বুঝে দলবল নিয়ে হাজির হন সেখানে। পরে সুকৌশলে অফিসের তালা ভেঙে, কখনো গ্রিল কেটে চুরি করতেন তারা। ১৫ বছর ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অভিজাত এলাকার বাসা ও অফিসে এমন দুই শতাধিক চুরির ঘটনা ঘটিয়েছে সংঘবদ্ধ এ চক্রটি। গত রোববার রাতে রাজধানীর বংশাল থেকে চক্রের মূলহোতা মফিজুর রহমান ও মমিনুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ। 

গ্রেপ্তার অন্যরা হলেন বদরুল হক ওরফে নাসির, জামাল উদ্দিন ও রাহাদ সরকার। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৫টি ল্যাপটপ, নগদ ১ লাখ ৯০ হাজার টাকা, চোরাই কাজে ব্যবহূত দুটি প্রাইভেটকার, তালা ভাঙার একটি সেলাই রেঞ্জ, দুটি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, একটি প­াস ও একটি কাঁচি উদ্ধার করা হয়।

গতকাল সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা মহানগর ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম। তিনি বলেন, দু-তিন বছর ধরে চক্রটি পরিচালনা করে আসছিলেন মফিজুর রহমান ও মমিনুল ইসলাম। মফিজুর রহমান পেশায় উবারচালক। মমিনুল আন্তঃনগর সোনার বাংলা ট্রেনের অ্যাটেনডেন্ট। দুজন রাজধানীর উত্তরা, ধানমন্ডি, কলাবাগান ও রমনা এলাকার বড় বড় করপোরেট অফিসের বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন। তথ্য সংগ্রহ শেষ হলে চক্রের বাকি তিন সদস্যকে একত্র করে চুরির পরিকল্পনা করতেন।

মাহবুব আলম বলেন, প্রথমে মফিজুরের উবারের গাড়িতে চক্রটি রাতের বেলায় চুরি করার জন্য নির্দিষ্ট অফিসের নিচে যেতেন। গাড়ি থেকে চারজন নেমে অফিসের ভেতর প্রবেশ করতেন। মফিজুর নিচে অপেক্ষা করতেন। অফিসের গেটে মমিনুল ইসলামের নেতৃত্বে প্রথমে বিভিন্ন কৌশলে ডিজিটাল লক খোলা হতো। পরে অফিসের ভেতরে প্রবেশ করে প্রথমে সার্ভার বক্স ভেঙে হার্ডডিস্কটি নষ্ট করে ফেলা হতো। যাতে সিসিটিভি ফুটেজ পাওয়া না যায়। পরে ভেতরে নানা কৌশল অবলম্বন করে মোটা অঙ্কের টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করতেন তারা।

এক প্রশ্নের জবাবে ডিবির এ যুগ্ম কমিশনার বলেন, চক্রটি ১৫ বছর ধরে দেশের বিভিন্ন এলাকার করপোরেট অফিসসহ নানা অফিসে প্রায় ২০০টির মতো চুরি করেছে। এভাবে তারা কোটি কোটি টাকা বিভিন্ন করপোরেট অফিস থেকে চুরি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা এ সংক্রান্ত সব অপকর্মে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads