• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
ব্যারিকেড ভেঙে অস্ত্র-মাদক কারবারিকে গ্রেফতার করল র‌্যাব

আসামী ইউসুফ হাসানকে (৪০)

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

ব্যারিকেড ভেঙে অস্ত্র-মাদক কারবারিকে গ্রেফতার করল র‌্যাব

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০১৯

মুন্সীগঞ্জের চরাঞ্চলের পাচঁ মামলার আসামী ইউসুফ হাসানকে (৪০) ৪’শ পিছ ইয়াবা ও মাদক বিক্রির ৬ লাখ টাকাসহ আটক করেছে র‌্যাব ১১। এই মাদক কারবারিকে গ্রেফতার ঠেকাতে তার সহযোগীরা প্রায় তিন কিলোমিটার সড়ক জুড়ে গাছ, সিমেন্টের খুঁটিসহ নানা কিছু ফেলে ব্যারিকেড সৃষ্টি করেও সফল হয়নি।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর এলাকা ইউসুফ হাসানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর অধিনায়ক পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান।

গ্রেপ্তারের পর গভীর রাতে শ্রীনগর উপজেলার ভাগ্যকূল র‌্যাব-১১ এর ক্যাম্পে ইউসুফ হাসানকে জিজ্ঞাসাবাদের পর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে এই বাহিনী।

এদিকে মোল্লাকান্দি এলাকায় ইউসুফ হাসানকে গ্রেফতার করাকে কেন্দ্র করে রাতেই বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামান জানান ইউসুফ হাসানকে গ্রেফতারের পর রাতেই সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গেছে। মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর ও আশপাশের গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন ইউসুফের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় বিস্ফোরকসহ অন্তত ৫টি মামলা রয়েছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, ইউসুফ ফকিরের কাছ থেকে ৪০৫টি ইয়াবা, ২ বোতল বিয়ার, মাদক বিক্রির ৬ লাখ ৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, প্রায় তিন কিলোমিটার সড়কে অন্তত ২০টি পয়েন্টে গাছ কেটে রাস্তায় ফেলে, আগের কাটা গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয়। সিমেন্টের খুটিসহ নানা কিছু ফেলে রাস্তা বন্ধ করার অপচেষ্টা চালায়। জায়গায় জায়গায় পাটখড়ি ফেলে অগ্নিসংযোগ করে র‌্যাবের পথ রোধ করার চেষ্টা করা হয়। ইউসুফের বিরুদ্ধে একটি মাদক ও সারকারী কাজে বাধা দেওয়া এই দুই ঘটনায় দুই মামলা হওয়ার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads