• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
কালিয়াকৈরে কুপিয়ে বনপ্রহরী জখম

আহত বনপ্রহরী সামসুল(৫০)

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

কালিয়াকৈরে কুপিয়ে বনপ্রহরী জখম

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৯

গাজীপুরের কালিয়াকৈরে তিনটি বন মামলা আসামি আজাহার বাবুর্চির নেত্বতে এক বন প্রহরীকে কুপিয়ে জখম করেছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দরা উত্তরপাড়া (জোড়া পাম্প ফুটবল খেলার মাঠ) এলাকায়  এ ঘটনা ঘটে।

জখম হওয়া বন প্রহরী হলেন, চান্দরা উত্তরপাড়া এলাকার মৃত কাজীমদ্দিনের পুত্র সামসুল(৫০)।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানাযায়, বন বিভাগের জমিতে রোপনকৃত গাছের চারা কাটতে বাধা প্রদান করায় আজহার বাবুচির্, করিম বাবুর্চি অপু,রাজু,তোফাজ্জলসহ একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় দাড়ালো অস্ত্র দিয়ে দিনে দুপুরে বন প্রহরী সামসুলকে এলপাথারি মারাক্তক ভাবে জখম করে।বন প্রহরীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসী বাহিনীরা পলায়ন করে।পরে স্থানীয়রা বন প্রহরীকে সফিপুর মর্ডান হাসপাত নিয়ে গেলে তার অবস্থায় খারাপ হওয়ায় চিকিৎসকরা মির্জাপুর কুমিদিনি হাসপাতালে রের্ফাড করেন।

কালিয়াকৈর চন্দ্রা বিট কর্মকর্তা মনঞ্জুরুল ইসলাম বলেন,কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক আইনুল হক বলেন, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads