• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
শ্রীপুরে ১৮ দিনের শিশুর মৃত্যু নিয়ে রহস্য

ছবি: বাংলাদেশের খবর

অপরাধ

শ্রীপুরে ১৮ দিনের শিশুর মৃত্যু নিয়ে রহস্য

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ অক্টোবর ২০১৯

গাজীপুরের শ্রীপুরে ১৮ দিন বয়সী এক ছেলে শিশুকে বালতির পানি থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির নানা নানীর অভিযোগ, শিশুর বাবা শিশুটিকে হত্যা করেছে বালতির পানিতে চুবিয়ে। ওই ঘটনায় নিহত শিশুর বাবা বিজয় হাসান ফকিরকে (২৩) কে  পুলিশ আটক করেছে। তবে আটক শিশুটির বাবা বিজয় হাসান ফকির এ অভিযোগ অস্বীকার করে  শ্বশুর শাশুড়ি তার সন্তানকে  হত্যা করেছে এমন অভিযোগ করেছেন। বিজয় জানিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ সাজানো।

আজ রোববার সকালে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি সিআরসি মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম আবদুল্লাহ আল মাহাদী। অভিযুক্ত হন্তারক বিজয় হাসান (২৩) পাশের গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের শামসুল হকের ফকিরের ছেলে।

নিহত শিশুর নানা মোফাজ্জল হোসেন অভিযোগ করেন, শিশুটিকে তার বাবা গোসলখানায় বালতির ভেতর পানিতে চুবিয়ে হত্যা করেছে। তিনি বলেন, শিশুটি গর্ভে থাকা অবস্থায় তার মেয়েসহ গর্ভের ওই শিশুকে সুযোগ পেলেই হত্যা করবে বলে বার বার হুমকি দিয়েছিল বিজয়।

স্বজনরা জানান, বিজয় হাসানের সঙ্গে পারিবারিকভাবে মুন্নির (নিহত শিশুর মা) বিয়ে বছর দেড়েক আগে।  বিয়ের কয়েক মাস যেতেই যৌতুক দাবি করে বিজয়। দাবি করা যৌতুকের জন্য মুন্নিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। মেয়ের সুখের কথা ভেবে তার পরিবার এরই মধ্যে কয়েকদফা বিজয়কে টাকা দিয়েছেন তিনি। মোটরসাইকেল কিনে দিয়েছে।

নিহতের নানা মোফাজ্জল হোসেন অভিযোগ করেন, বিজয় হাসান মাদকাসক্ত। অন্য মেয়ের সঙ্গেও অবৈধ সম্পর্ক রয়েছে তার। ফলে কথা-কথায় মেয়েকে নির্যাতন করত বিজয়। গত ঈদুল আজহার আগে তার মেয়েসহ গর্ভের শিশুকে সুযোগ পেলেই হত্যা করবে বলে হুমকি দিয়েছিল সে। তা জেনে তিনি ঈদুল আজহার পরদিনই তার মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যান। গত ৮ অক্টোবর তার মেয়ে পাশের মাওনায় বেসরকারি একটি হাসপাতালে সিজারের মাধ্যমে ছেলেশিশুর জন্ম দেয়।

তিনি জানান, গত প্রায় এক সপ্তাহ ধরে তার মেয়েসহ তাঁদের সঙ্গে সম্পর্কের উন্নতির চেষ্টা চালায় বিজয়। সপ্তাহখানেক ধরে তার বাড়িতেই ছিল সে। গতকাল শনিবার রাতে খাওয়ার পর বিজয় ও তার ছোট ছেলে জুবায়ের আল নাফি একসঙ্গে ঘুমায়। পাশের কক্ষেই শিশুছেলেকে নিয়ে মায়ের সঙ্গে ঘুমিয়েছিল তার মেয়ে।

আজ সকাল ৬টার দিকে ঘুম ভাঙার পর শিশুটিকে বিছানায় পাওয়া যায়নি। মেয়ের চিৎকারে ছুটে গিয়ে তিনি পাশের গোসলখানায় বালতির ভেতর পানির মধ্যে শিশুটিকে নিস্তেজ অবস্থায় পান। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

 একই অভিযোগ করেছেন নিহত শিশুটির মা নূসরাত জাহান মুন্নীও।

তবে শ্রীপুর থানার এসআই নাজমুল শাকিব জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন বিজয়। বিজয় জানিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ সাজানো।

শ্রীপুর থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, তদন্ত চলছে। এর বেশি এইমুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads