• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
কালিয়াকৈরে গরু চুরির দায়ে গ্রেপ্তার ২

গ্রেপ্তারকৃত গরু চোর আনোয়ার হোসেন(৪৫) ও ইয়ামিন বেপারী(৩৫)।

প্রতিনধির পাঠানো ছবি

অপরাধ

কালিয়াকৈরে গরু চুরির দায়ে গ্রেপ্তার ২

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ অক্টোবর ২০১৯

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির দায়ে দুইজনকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

গতকাল সোববার বিকালে ধামরাই উপজেলার গুনগ্রাম গরুর হাঠ থেকে তাদেরকে হাতে নাথে আটক করে কালিয়াকৈর থানায় সোর্পদ করে।

আটককৃতরা হলেন, উপজেলার বোর্ডমিল এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে গরু চোরের মূল হোতা আনোয়ার হোসেন(৪৫), ঢাকা জেলার ধামরাই উপজেলার জামিলাবাড়ির এলাকার মৃত বেলাল বেপারীর পুত্র ইয়ামিন বেপারী(৩৫)।

পুলিশ আটক কৃতদের জিজ্ঞাসা বাদে জানতে পারে গরু চুড় চক্রের সাথে আরো ৩জন জড়িত, তারা হলো পঞ্চগড়র জেলার দেবীগঞ্জ উপজেলার ডাক্তারপাড়া এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম(৪০),সে উপজেলার বোর্ডমিল এলাকার আবুর বাড়ির ভাড়াটিয়া।অপরজন হল ইদুল(৩৮) এবং ঝন্টু(৫০)। এদের দিয়ে আটক কৃতরা ভিবিন্ন সময় দেশের ভিবিন্ন এলাকায় গরু চুরি সংগঠিত করিয়ে হাঠে বাজারে বিক্রিয় করে দেওয়াটাই ছিল তাদের মূল টার্গেট।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার বরাবর এলাকার রাহাজ উদ্দিন এবং তার ভাতিজা আলম হাজীর বাড়িতে গোয়াল ঘর থেকে তালা ভেঙ্গ লোহার শিকল কেঠে গত ২৫ অক্টেবর দিবাগত রাতে ওই গরু চুড় চক্রটি সাদা রঙ্গেও ছাপযুক্ত ২টি গাভি, কালো রঙ্গেও ২টি ষাড় গরু এবং লাল রঙ্গের ২টি বকনা গরু চুড়ি করে।পরে গরু চুরি হওয়া মালিক বিষয়টি থানা পুলিশকে মৌখিক ভাবে অবগত করে ভিবিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে তারা গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই উপজেলার গুনগ্রাম গরুর হাঠে ওই চুড়ি হওয়া গরু বিক্রয় করছে এমন সংবাদের মাধ্যমে পুলিশের সহযোগিতায় ওই হাঠ থেকে গত সোমবার ৬টি গরুসহ তাদের আটক করে কালিয়াকৈর থানায় সোর্পদ করে।

এঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুমদার বলেন, আটক কৃতদের বিরুদ্ধে চুরি করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে, এদের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads