• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
টেকনাফে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

ছবি: বাংলাদেশের খবর

অপরাধ

২ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০২০

টেকনাফে বিজিবি’র সঙ্গে 'বন্দুকযুদ্ধে' জাফর আলম (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ ঘোরার চরে কথিত এ বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

বিজিবির জানিয়েছে, এ সময় তাদের দুইজন সদস্য আহত হয়েছে। আর উদ্ধার করা হয় দুই লাখ পিস ইয়াবা, একটি দেশিয় তৈরী এলজি, কার্তুজের খালী খোসা ও দারালো কিরিচ। 

জাফর আলম টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত জবর মুল্লুকের ছেলে।

বিজিবি টেকনাফ ২ ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ৩-৪ জন ব্যক্তি একটি নৌকা নিয়ে সাগর ও নাফনদীর মোহনা দিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করতে থাকে। নৌকাটি শাহপরীরদ্বীপ ঘোলারপর বর্ডার সার্ভার পোস্টের কাছাকাছি (বিএসপি) আসলে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। তখন নৌকায় থাকা আরোহীরা লাফ দিয়ে নদীর তীর দিয়ে পালানোর চেষ্টা করে। বিজিবি টহল দলও তাদের ধাওয়া করে। একপর্যায়ে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়েঁ। এতে দু’জন বিজিবি সদস্য আহত হয়। বিজিবি টহল দলও পাল্টা গুলি চালায়। এভাবে প্রায় ৪ মিনিট গুলি বিনিময় ঘটে। সন্ত্রারী পালিয়ে যাওয়ার পরে পরিস্থিতি শান্ত হয়ে গেলে ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ এক ব্যক্তি পাওয়া যায়। সে তার নাম জাফর আলম বলে প্রকাশ করে।

এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় দু’ লাখ পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় তৈরী এলজি, একটি কার্তুজের খালী খোসা ও একটি দারালো কিরিচ।

গুলিবিদ্ধ আহত জাফর আলমকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবি’র ওই কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads