• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে নেতিবাচক পোস্ট, বিশ্ববিদ্যালয় শিক্ষিকা গ্রেপ্তার

ফাইল ছবি

অপরাধ

মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে নেতিবাচক পোস্ট, বিশ্ববিদ্যালয় শিক্ষিকা গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ জুন ২০২০

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা প্রয়াত মোহাম্মদ নাসিমকে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, গতকাল রাতে অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

রবিউল ইসলাম বলেন, "মোহাম্মদ নাসিমের মৃত্যু সংবাদের খবর প্রকাশিত হওয়ার পর অভিযুক্ত শিক্ষিকা তাকে ব্যঙ্গ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন।

তিনি বলেন, এই পোস্ট সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি করে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা একটি মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ঐ শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়।

মামালার বাদী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল জানান, সম্মানিত একজন রাজনীতিবিদ এবং মারা যাওয়া একজন মুক্তিযোদ্ধার সম্মানহানি করার চেষ্টা করায় ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads