• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

অপরাধ

নরসিংদীতে স্ত্রী-বাড়িওয়ালা দম্পতি খুন, স্বামী আটক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ সেপ্টেম্বর ২০২০

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জের ধরে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে তার স্ত্রী ও বাড়িওয়ালাসহ ৩ জনকে খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভাড়াটিয়া বাদলকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুমরাদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমড়াদি গ্রামের বাসিন্দা বাড়িওয়ালা নজরুল ইসলাম (৫৫), তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০) এবং তাদের বাড়ির ভাড়াটিয়া বাদল মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৫)।

জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিলো। হইচই শুনে বাড়িওয়ালা ও আশপাশের মানুষ এগিয়ে গিয়ে দেখে ভেতরে রক্তাক্ত অবস্থায় স্ত্রী নাজমা বেগমের মরদেহ পড়ে আছে।

এই সময় তাকে শান্ত করতে চাইলে বাদল মিয়া দা দিয়ে বাড়িওয়ালা তাজুল ইসলাম ও মনোয়ারা বেগমকে এলোপাথারী কোপাতে থাকেন। গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাদলের দুই ছেলে এবং নজরুলের মেয়েও আহত হয়েছেন। বাদলকে আটক করা হয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ক্রাইম সিনের সদস্যরা কাজ করছেন। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads