• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
রাজশাহীর মোহনপুরে ছেলের হাতে বাবা খুন

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

রাজশাহীর মোহনপুরে ছেলের হাতে বাবা খুন

  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর ২০২০

মোহনপুর (রাজশাহী) সংবাদদাতাঃ

রাজশাহীর মোহনপুরে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার সকাল সাড়ে সাতটায় উপজেলার ধুরইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আজিমুদ্দিন আজি (৫২)। ঘটনার পর থেকে দুই ছেলে ও প্রথম স্ত্রী পলাতক রয়েছে। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করে। পরে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুরের উপজেলার ধুরইল গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে আজিমুদ্দিন আজির (৫২) ধুরইল ছল পুকুরের দক্ষিণে পানবরজ চাষ করত প্রথম স্ত্রীর দুই ছেলে রাকিবুর রহমান (২৪) এবং হাসিবুরকে (২২) ভাগ ও সিমানাকে কেন্দ্র করে   এক পর্যায়ে ছেলে হাসিবুর ও রাকিবুর  উত্তেজিত হয়ে পিতা আজিমুদ্দিন আজিকে হাসুয়া দিয়ে কোপায়  ছুরিকাঘাত করে। এসময় আজিমুদ্দিন আজি ঘটনাস্থলেই আজিমুদ্দিনের মৃত্যু হলে ছেলেরা পালিয়ে যায়। এদিকে আজিমুদ্দিনের দ্বিতীয় স্ত্রী বিলকিসের গর্ভে ৭মাসের গর্ভবতী।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, পারিবারিক দ্বন্দে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। মৃতদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads