• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
লাখ টাকায় প্রতিদিন লাভ ১৩০০!

সংগৃহীত ছবি

অপরাধ

প্রতারক চক্রের হোতাসহ তিনজন গ্রেপ্তার

লাখ টাকায় প্রতিদিন লাভ ১৩০০!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ অক্টোবর ২০২০

এক লাখ টাকা বিনিয়োগে প্রতিদিন ১৩০০ টাকা লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় দেড় হাজার ব্যক্তির কাছ থেকে ৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। সোপান প্রপার্টিজ লি. নামে একটি ভুয়া প্রতিষ্ঠান এই টাকা হাতিয়ে নিয়েছে।

অনলাইনের মাধ্যমে কার কত টাকা মূলধন ও কত টাকা লভ্যাংশ তা প্রদর্শনের ব্যবস্থা রেখেছিল চক্রটি। এমন অভিযোগের ভিত্তিতে চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তারকৃতরা হলেন-গাজী মহিউদ্দিন (২৭), আনিছুর রহমান (৩৭) ও মো. হারুনুর রশীদ (৩৭)। এসময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার, নগদ ৪৭ হাজার ৪০০ টাকা ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে প্রতারণার ৫৯ লাখ ২৬ হাজার ৫৯৪ টাকা জমা পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, সাধারণ মানুষের বিশ্বাসযোগ্য করে তোলার জন্য চক্রটি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় অফিস নিয়ে এই কাজ করত।

তিনি বলেন, গত আট মাসে মূলধনসহ ২৫০% লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে সদস্য সংগ্রহ করে এমএলএম ব্যবসা পরিচালনা করে আসছিল প্রতারক চক্রটি। তারা সরকারি চাকরিজীবী ও তুলনামূলক ধনী ব্যক্তিদের টার্গেট করে সদস্য বানাতো। ওয়েবসাইটে ওরা গ্রাহকদের লগইন করার ব্যবস্থাও রেখেছিল। বিভিন্ন প্যাকেজে লভ্যাংশও দিত।

তিনি আরো বলেন, একজন সদস্য আরো তিনজনকে নিয়ে এলে তাকে ১০% বোনাসসহ ১০ হাজার টাকা অতিরিক্ত লাভ দিত। এভাবে তিন মাসে ১৪২৭ জনের কাছ থেকে প্রায় ৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা। 

সিআইডি জানায়, এই প্রতারকরা অনেক রকমের প্যাকেজের অফার দেয়। তা হলো- ২৫০০ টাকায় প্রতিদিন মূলধনসহ ৩০ টাকা (প্যাকেজ-১), ৭৫০০ টাকার প্যাকেজে প্রতিদিন ১০০ টাকা (প্যাকেজ-২), ২২৫০০ টাকার প্যাকেজে প্রতিদিন ৩০০ টাকা (প্যাকেজ-৩), ৬৭,৫০০ টাকার প্যাকেজে প্রতিদিন ৯০০ টাকা (প্যাকেজ-৪), ১০০,০০০ টাকার প্যাকেজে প্রতিদিন ১৩০০ টাকা (প্যাকেজ-৫),  কোনো সদস্য অন্য কোনো সদস্যকে ১ লক্ষ টাকা বিনিয়োগের জন্য  নিয়ে আসলে বিনিয়োগের ১০% বোনাস প্রদান  (স্পেশাল প্যাকেজ-১)।

এছাড়াও, একজন সদস্য ৩ জন ১ লক্ষ টাকার সদস্যকে নিয়ে আসলে তাকে ১০% বোনাস ছাড়াও আরো ১০ হাজার টাকা অতিরিক্ত লাভ (স্পেশাল প্যাকেজ-২) এভাবে ১৪২৭ জনকে প্রলোভন দেখিয়ে প্রায় ৬ কোটি টাকা গ্রহণ করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads