• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
সিদ্ধিরগঞ্জে ছাত্র বলৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

প্রতীকী ছবি

অপরাধ

সিদ্ধিরগঞ্জে ছাত্র বলৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

  • সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০২০

সিদ্ধিরগঞ্জে নয় বছরের এক ছাত্রকে বলৎকারের অভিযোগে মিনহাজুর রহমান (২৭) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৮টায় মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকার জামিয়াতুল ইমান বোর্ডিং ও মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সকালে বলৎকারের শিকার ছাত্রের পিতা বাদী হয়ে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

গ্রেপ্তারকৃত মিনহাজুর রহমান সিলেট জেলার জকিগঞ্জ থানার কোণাগ্রাম এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি ওই মাদরাসার আবাসিক শিক্ষক।

মামলা সূত্রে জানা গেছে, গত আট মাস ধরে জামিয়াতুল ইমান বোর্ডিং মাদ্রাসায় পড়াশোনা করছে ওই ছাত্র। মাদ্রাসায় ভর্তি হওয়ার কয়েক মাস পরই শিক্ষক মিনহাজুর রহমান ছাত্রটিকে তার থাকার কক্ষে ডেকে নিয়ে বলৎকার করে। বিষয়টি অভিভাবক ও কাউকে না বলার জন্য মারধর ও প্রাণনাশের ভয় দেখায়। ভয়ে ছাত্রটি মুখ না খোলায় তাকে নিয়মিত বলৎকার করে আসছিল। শিক্ষকের অসভ্যতা চরম সীমায় পৌঁছলে শনিবার মুখ খোলে ওই ছাত্র। তখন এলাকার লোকজন শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, আসামি গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি রেকড করা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads