• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
কক্সবাজারে ট্রলারে মিলল সাত বস্তাভর্তি ১৪ লাখ ইয়াবা

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

কক্সবাজারে ট্রলারে মিলল সাত বস্তাভর্তি ১৪ লাখ ইয়াবা

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ ফেব্রুয়ারি ২০২১

কক্সবাজারে সদরের চৌফলদন্ডী সেতুর কাছাকাছি একটি ট্রলার থেকে সাত বস্তা ইয়াবা উদ্ধার করা হয়েছে। সাত বস্তায় ১৪ লাখ ইয়াবা রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে কক্সবাজারের পুলিশ সুপারের হাসানুজ্জামানের নেতৃত্বে এক অভিযান চালিয়ে পুলিশ এই ইয়াবার বৃহৎ চালান জব্দ করেছে। এই চালানের সাথে জড়িত দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

এর মধ্যে একজন শহরের উত্তর নুনিয়ারছড়ার তিন রাস্তার পাশের বাসিন্দা জহিরুল ইসলাম ফারুক,সে স্থানীয় নজরুল ইসলাম এবং ঝিলংজা ইউপির সাবেক মেম্বার রাজিয়া বেগমের ছেলে।

ঘটনাস্থল থেকে কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের কয়েকটি দলের সমন্বয়ে চালানো এই অভিযানে একটি বোট থেকে ইয়াবা ভর্তি সাতটি বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫ থেকে ৩০ কার্টন ইয়াবা পাওয়া গেছে। সর্বমোট ১৪ লাখ ইয়াবা হবে প্রাথমিক গণনায় ধারণা করা হচ্ছে।

পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, এই চালানের সাথে একটি চক্র জড়িত। এই চক্রের দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads