• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

অপরাধ

কলমাকান্দায় ১২ লক্ষাধিক মূল্যমানের ভারতীয় শাড়ী জব্দ

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০২১

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গোবিন্দ কুলাউড়া সীমান্ত ব্রীজ নামক এলাকা হতে বিভিন্ন ব্যান্ডের ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত বিভিন্ন প্রকার শাড়ীর মধ্যে রয়েছে ৫৪ পিস জয়া, ১৮ পিস জেকস, ১২ পিস রেড কুইন, ২২ পিস গংগা/প্রিন্স, একশ’ পিস ভিবার সিল্ক, ২১ পিস লতিকা, ৩১ পিস প্রিয়াংকা ও ১৬ পিস কাতান শাড়ী। এসকল ভারতীয় শাড়ীর জব্দমূল্য ১২ লক্ষ ২৬ হাজার ছয়শ’ টাকা। এ অভিযানে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবির সদস্যরা।

গতকাল শনিবার (৯ অক্টোবার) রাতের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে জানা যায়, কলমাকান্দার খারনৈ ইউনিয়নের কচুগড়া বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) নায়েব সুবেদার নুর মোহাম্মদ বাদশার নেতৃত্বে ১০ সদস্যের টহল দল দায়িত্ব পালনরত ছিল। নিজস্ব গোয়েন্দ তথ্যে টহল দলটি সীমান্ত পিলার ১১৭৯/১-এস হতে আনুমানিক নয়শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোবিন্দ কুলাউড়া সীমান্ত ব্রীজ নামক স্থানে ফাঁদ পেতে থাকে।

ওই দিন বিকালে  সাড়ে ৫টার দিকে চোরাকারকারীরা ভারতের দিক হতে মালামাল নিয়ে বাংলাদেশে দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে দৌঁড়ে পালিয়ে যায় চোরাকারবারীকরা। পরে বিভিন্ন ব্যান্ডের ভারতীয় শাড়ী জব্দ করে টহল দলটি। জব্দকৃত এসকল শাড়ী নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা দেওয়া হবে বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads