• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
নাফ নদীতে বিজিবির অভিযান, ৪ কেজি ১৭৫ গ্রাম আইস জব্দ 

ছবি: বাংলাদেশের খবর

অপরাধ

নাফ নদীতে বিজিবির অভিযান, কেজি ১৭৫ গ্রাম আইস জব্দ 

  • টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০২২

টেকনাফের জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফ নদী এলাকা থেকে  ৪.১৭৫ কেজি ক্রিস্টাল মেথ  (আইস) এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। 

জব্দ হওয়া মাদকের মূল্য ২২ কোটি সাড়ে ৩৭ লাখ টাকা মূল্যমানের বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। 

সকাল সাড়ে ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদ পেয়ে ২ বিজিবি'র দুটি আভিযানিক টিম মঙ্গলবার রাত ১১টায় টেকনাফের জালিয়ার দ্বীপে অবস্থান নেয়। এ সময় পাশ্ববর্তী "ছোয়ার দ্বীপ' থেকে নাফ নদী দিয়ে  জালিয়ার দ্বীপে অভিমূখে একটি কাঠের নৌকা আসতে দেখে বিজিবি টিম চ্যালেঞ্জ করে। পরে উল্ঠো মুখে নৌকা ঘুরিয়ে মিয়ানমারের দিকে  পালানোর চেষ্টা করে। একপর্যায়ে বিজিবি তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে অজ্ঞাতনামা চোরাকারবারীরা নৌকা হতে লাফিয়ে নাফ নদী দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় । পরে স্পিডবোট যোগে বিজিবি টহল সদস্যরা নৌকাটি উদ্ধার করে। সেই নৌকার পাটাতনের নিচে একটি বস্তায় চার কেজি ১৭৫ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ (আইস) ও অর্ধ লাখ ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ক্রিস্টাল মেথ আইসের আনুমানিক মূল্য ২২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

ক্রিস্টাল মেথ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানান বিজিবির এই কর্মকর্তা। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads