• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

অপরাধ

তাড়াশে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জানুয়ারি ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৪শত গ্রাম গাজাঁসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১২'র সদস্যরা।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন- উপজেলার তালম ইউনিয়নের জন্তিপুর গ্রামের সিংরাগাড়ীপারার মৃত গোলাপ মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৫৮), শিয়ালগাড়ী পাড়ার মৃত আব্দুল করিমের ছেলে আব্দুস সামাদ (৩৫), কুন্দাশন গ্রামের মৃত সন্তোষ সরকারের ছেলে আইয়ুব আলী (৩৫) ও বড়ইচড়া ভেংড়ি গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে শাহাদত প্রামানিক (৫২) ।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলার জন্তিপুর সিংরাগাড়ি পাড়ায় গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামের বাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে চারশত গ্রাম গাঁজাসহ ৪জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে তিনটি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads