• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

অপরাধ

আত্রাইয়ে এন্টিকাটার ও জুয়াড়ি চক্রের ৫ আসামি আটক

  • আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জানুয়ারি ২০২২

নওগাঁর আত্রাইয়ে এন্টিকাটার (চাকু) মারা ও জুয়াড়ি চক্রের পাঁচ আসামিকে আটক করেছেন আত্রাই থানা পুলিশ। আটককৃতদের আজ শনিবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এন্টিকাটার(চাকু) মারা চক্রের আসামি হলো বিশা ইউনিয়নের পৈসাওতা গ্রামের আ: রশিদ মন্ডলের ছেলে আশিকুর রহমান। অপরদিকে জুয়াড়ী হলো বিহারীপুর গ্রামের ইসারত তরফদারের ছেলে মাহাবুল তরফদার, ঘোষপাড়া গ্রামের আলতাফ হোসেন পিয়াদার ছেলে রনি পিয়াদা বাবু, ছালাম খামারুর ছেলে শরিফুল ইসলাম সাজু, আব্দুল্লা শেখের ছেলে মান্নান শেখ।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জামাইয়ের নিকট আসামি আশিক ও তার ছোট ভাই জয় নেশাজাতীয় দ্রব্য চাইলে বাদী বেলাল দুই ভাইকে শাসন স্বরুপ দুটি চড় মেরে বিদায় করে দেয়। ওই দিন রাত আনুমানিক সাড়ে আটটায় বাড়ীর বাহিরে বেলালকে পেলে এন্টিকাটার(চাকু) মারে তারা। চিৎকার শুনে বেলালের ছেলে মিজানুর মন্ডল বাহিরে আসলে তাকে গলা বরাবর এন্টিকাটার(চাকু)মারে। এতে মিজানুর মন্ডল গুরুতর আহত হয়। আহত মিজানুরকে প্রতিবেশিরা উদ্ধার করে আত্রাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খবর পেয়ে শুক্রবার দিবাগত রাতে আত্রাই থানা পুলিশ পৈসাওতা গ্রাম হতে অস্ত্রসহ আশিকুর রহমানকে আটক করেন।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ ঘোষপাড়া গ্রামের মাঠ থেকে একই রাতে জুয়ার আসর হতে চার জন জুয়াড়িকে আটক করেন।

আত্রাই থানা অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ বলেন, একজন এন্টিকাটার(চাকু)মারার এবং চারজন জুয়াড়িকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এন্টিকাটার(চাকু)মারার বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads