• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪২৮

অপরাধ

আশুলিয়ায় ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ মার্চ ২০২৩

সীমা আক্তার ছোঁয়া, সাভার প্রতিনিধি:
আশুলিয়ায় ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৪। এসময় ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করে র‍্যাব।
রোববার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে, একইদিন ভোরে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. জুয়েল মিয়া (৩৫) ও মো. আওলাদ মিয়া (২৭)।
র‍্যাব জানায়, রোববার ভোরে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads