• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
তেলের দাম তিন সপ্তাহে সর্বনিম্ন

ওপেক ও রাশিয়ার নেতৃত্বে সব মিলিয়ে ২২টি দেশ রাশ টানে তেল উৎপাদনে

ইন্টারনেট

অর্থ ও বাণিজ্য

তেলের দাম তিন সপ্তাহে সর্বনিম্ন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৯ মে ২০১৮

সৌদি আরব ও রাশিয়া জ্বালানি তেল উৎপাদন বাড়াতে পারে। যুক্তরাষ্ট্রেও তেল উৎপাদন কমানোর কোনো সম্ভাবনা নেই। এ অবস্থায় পণ্যটির সরবরাহ সঙ্কটের আশঙ্কা এখন খানিকটা কমায় আন্তর্জাতিক বাজারে কমেছে দাম।

রয়টার্সের প্রতিবেদন সূত্রে জানা গেছে, ফিউচার মার্কেটে গতকাল প্রতি ব্যারেল ব্রেন্টের দাম একপর্যায়ে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে পৌঁছে দাঁড়ায় ৭৪ ডলার ৪৯ সেন্টে। এদিন ব্রেন্ট বিক্রি হয় সর্বোচ্চ ৭৫ ডলার ৩৫ সেন্টে। এ ছাড়া প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জ্বালানি তেলের দাম দাঁড়ায় ৬৬ ডলার ৬৯ সেন্টে। এর আগে পণ্যটির দাম নামে ৬৫ ডলার ৮০ সেন্টে, যা ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। 

২০১৬ সালে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৩০ ডলারে নেমে যায়, যা এক দশকের মধ্যে সবচেয়ে কম। এরপরই অরগানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) ও রাশিয়া বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে তেলের সরবরাহ চাপ কমানোর সিদ্ধান্ত নেয়। সে মোতাবেক ওপেক ও রাশিয়ার নেতৃত্বে সব মিলিয়ে ২২টি দেশ রাশ টানে তেল উৎপাদনে। গত বছর এ মহাজোট দৈনিক ১৮ ব্যারেল তেলের সরবরাহ কমাতে সমর্থ হয়। এর পরিপ্রেক্ষিতে চলতি বছর বাড়তির দিকে রয়েছে জ্বালানি তেলের দাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads