• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশ: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

সংগৃহীত ছবি

অর্থ ও বাণিজ্য

৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশ: অর্থমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৯

পারিবারিকসহ সব ধরনের সঞ্চয়পত্রে ৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এছাড়া যাদের সঞ্চয়পত্র ৫ লাখের উপরে থাকবে তারা দেবেন ১০ শতাংশ হারে উৎসে কর।

আজ সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বাজেট পাসের পর সঞ্চয়পত্র নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাই সঞ্চয়পত্রে যাদের ৫ লাখ টাকা আছে তাদের ক্ষেত্রে ৫ শতাংশ কর আর এর বেশি যারা রাখবেন তাদের ১০ শতাংশ উৎসে কর দিতে হবে। এ ছাড়া সঞ্চয়পত্রে পেনশনভোগীদের কোনো সুবিধা কমানো হয়নি। তবে পেনশনভোগীরা আগে যেসব সুবিধা পেতেন তা বলবৎ রয়েছে। ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র রাখলেই ৫ শতাংশ হারে উৎসে কর দিতে হবে।

১ জুলাই থেকে এটি কার্যকর হয়েছে বলেও জানান মন্ত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads