• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

অর্থ ও বাণিজ্য

৪ হাজার ৪৬০ কোটি টাকা ব্যয়ে ৭টি প্রকল্প অনুমোদন একনেকে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০১৯

নৌপথে দেশের উত্তরের দেশ ও অঞ্চল তথা নেপাল আসামের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ স্থাপনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অবৈধ পণ্যের প্রবেশ রোধে দেশের সব বন্দরে স্ক্যানার বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সকালে রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় ৪ হাজার ৪৬০ কোটি টাকা ব্যয়ে ৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

২০১৯ সালের শেষ একনেক সভায় অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মোংলা বন্দরের গতি বাড়াতে ৭শ ৬৭ কোটি টাকা ব্যয়ে নৌ যান কেনার প্রকল্প, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে ২শ ২০ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ের প্রকল্প এবং ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা অংশে সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প।

সভাশেষে অনুমোদিত সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads