• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

জাজের বিলম্বিত দায় অস্বীকার

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০১৮

‘নিয়তি’ ছবিকে কেন্দ্র করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জল কম ঘোলা হয়নি। ঘোলা জলে সাঁতার কাটতে গিয়েও ব্যর্থ হয়েছে জাজ মাল্টিমিডিয়া। তাই দায় নিতে চাচ্ছেন না প্রতিষ্ঠানটির কেউ। মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নিয়তি’ ছবিটির প্রযোজক জাজ মাল্টিমিডিয়া নয়। এটির প্রযোজনা করেছে এএইচ খান এন্টারটেইনমেন্ট, যার স্বত্বাধিকারী আনিসুর রহমান।

ছবিটির শুরু থেকে মুক্তি পর্যন্ত সব জায়গায় প্রযোজকের নাম ছিল জাজ মাল্টিমিডিয়া। যৌথ প্রযোজনার এ ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজক এবং পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। কলকাতার অংশে ছিল এসকে মুভিজ। ছবির পোস্টার, প্রমোশন, গান, ট্রেলার এবং সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা দেওয়া নথিতেও তাই উল্লেখ রয়েছে। এমনকি ছবিটি শুরু থেকে মুক্তির সময় পর্যন্ত সংবাদগুলোতেও জাজ মাল্টিমিডিয়ার নামই পাওয়া গেছে। হঠাৎ জাজের এমন বিজ্ঞপ্তিতে পরিচয়হীন হয়ে পড়েছে ছবিটি। কিন্তু কেন এ অস্বীকার?

নাম প্রকাশে অনিচ্ছুক সেন্সর বোর্ডের এক সদস্য জানান, সব জায়গায় প্রযোজক হিসেবে জাজ মাল্টিমিডিয়া ও আবদুল আজিজের নাম ব্যবহার করা হয়েছে। এটি অস্বীকারের উপায় নেই। সেন্সর বোর্ডের নথিতেও এটার প্রমাণ পাওয়া যাবে।

জাজের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাবি করা হচ্ছে, নিয়ম অনুযায়ী জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আবেদন করা হয়। তাই এই চলচ্চিত্রের তথ্যগত কোনো ভুলের দায় জাজ মাল্টিমিডিয়ার ওপর বর্তায় না। এদিকে ‘পুরস্কার কেলেঙ্কারি’ শিরোনামে গত ১৮ এপ্রিল বাংলাদেশের খবরে প্রকাশিত প্রতিবেদনে প্রতিবেদকের কাছে জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বলেছিলেন, ‘হাবিব এই ছবিতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন। তাই তার নাম জমা দেওয়া হয়েছে। এখন কেন এ কথা বলছেন তিনি, তা জানি না।’

চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করেন, জাজ যদি ছবিটি প্রযোজনা না করে থাকে, তাহলে বিষয়টি আরো আগেই পরিষ্কার করার দরকার ছিল। বিতর্ক শুরু হওয়ার পর পর বিষয়টি পরিষ্কার করা যেত। এত দেরি করে বিষয়টি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোতে অনেকের মনেই জন্ম নিয়েছে নানা প্রশ্ন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads