• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

ধারাবাহিক নাটক ‘খেলোয়াড়’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০১৮

ভালো ও খারাপের দ্বন্দ্ব চিরকালীন। সমাজে একদল মানুষ আছে যারা সবকিছুর মধ্যেই পজিটিভ দেখতে পায়। আপাত দৃষ্টিতে কোনো একটি ত্রুটিপূর্ণ ঘটনাকেও সাদা চোখে দেখে, তার একটি সরল ব্যাখ্যাও দাঁড় করায়। অন্য দলটি সকাল থেকে রাত অবধি নানা রকম নেগেটিভের মধ্যে ডুবে থাকে। একটি সরল ও সোজা ঘটনাকেও জটিল বিশ্লেষণে অন্ধকারময় করে তোলে। এ দুই দল মানুষের বিচিত্র সব কর্মকাণ্ডের প্রতিচ্ছবি নিয়ে নির্মিত হয়েছে নতুন এক ধারাবাহিক নাটক।

‘খেলোয়াড়’ শিরোনামের এ ধারাবাহিকটির রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। আজ থেকে প্রতি রোব ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে নাটকটি।

মাসুদ সেজা জানান, এখানে দেখা যাবে পজিটিভ দলের পক্ষে একটি ক্লাব গঠন করা হয়েছে। পজিটিভ থিঙ্কিং ক্লাব- যেখানে সবাই এসে একসঙ্গে বসবেন, আড্ডা দেবেন, পৃথিবীর সেরা সেরা মনীষীর জীবনীভিত্তিক আলোচনা করবেন। অন্যদিকে নেগেটিভ দলের অধিকর্তা ক্লাবটিকে নিজের পক্ষে নেওয়ার চেষ্টা চালান পজিটিভ মানুষগুলোর মধ্যে কোনো না কোনোভাবে সন্দেহ ও অবিশ্বাসের বীজ ঢুকিয়ে দিয়ে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, বাঁধন, মৌটুসী বিশ্বাস, ডা. এজাজ, শামীমা নাজনীন, রওনক, পুষ্পা, খুশবু প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads