• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

এফডিসিতে হচ্ছে নতুন মসজিদ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০১৮

অবশেষে নতুন মসজিদ পাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। প্রায় বছর খানেক ঝুলে থাকার পর নতুন মসজিদ নির্মাণের অনুমতি পেয়েছে থার্মেক্স গ্রুপ। দুই কোটি টাকা ব্যয়ে পুরনো মসজিদের জায়গাতেই নির্মাণ হবে নতুন মসজিদটি।

খবরটি নিশ্চিত করেছেন থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার ঘনিষ্ঠজন অভিনেতা সনি রহমান। থার্মেক্স গ্রুপের নিজস্ব অর্থায়নে আগামী মাসেই শুরু হবে মসজিদের নির্মাণ কাজ। চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে আবদুল কাদির মোল্লার কাছে মসজিদ নির্মাণের আবেদন করেন সনি। তিনি বলেন, ‘এফডিসি থেকে অনুমতি না পাওয়ায় জটিলতা দেখা দিয়েছিল। গত বৃহস্পতিবার এফডিসি কর্তৃপক্ষ জানায়, মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া গেছে। আগামী মাসে আমরা কাজটি শুরু করতে পারব ভেবে ভালো লাগছে।’

মসজিদ নির্মাণের অনুমতি পেতে এত দেরি কেন হলো? জানতে চাইলে এফডিসির এমডি আমির হোসেন বলেন, ‘আসলে সরকারি প্রতিষ্ঠানে কিছু দান করতে গেলে অনেক নিয়মনীতি মানতে হয়। বিষয়টি বৈঠকে উপস্থাপন করে তারপর অনুমতি নিতে হয়। তাই এত লম্বা সময় লেগেছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads