• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

কানাডায় ‘ভালো থেকো’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ মে ২০১৮

কানাডায় মুক্তি পেতে যাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত চলচ্চিত্র ‘ভালো থেকো’। ৪ মে থেকে কানাডার এগিন্টন টাউন সেন্টার সিনেপ্লেক্সে চলবে চলচ্চিত্রটি। ১২ মে থেকে ক্যালগারি, ভ্যাঙ্কুভারসহ পর্যায়ক্রমে ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভালো থেকো’। বিষয়টি নিশ্চিত করেছেন এর প্রযোজক জাহিদ হাসান অভি।

আরএস মিডকম প্রোডাকশনের ব্যানারে কানাডায় মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। এটি প্রযোজনা করেছে অভি কথাচিত্র। চলচ্চিত্রটিতে জুটিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ ও তানহা তাসনিয়া। পারিবারিক গল্পের এ ছবিতে জয় চরিত্রে শুভ এবং নীলা চরিত্রে তানহা অভিনয় করেছেন। তাদের প্রেম ও পারিবারিক দ্বন্দ্বকে ঘিরে নির্মিত হয়েছে ছবিটি।

শুভ-তানহা ছাড়া এতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এমএ শহীদ, ইমরোজ প্রমুখ। শফিক তুহিন ও স্যাভির সঙ্গীত পরিচালনায় চলচ্চিত্রটিতে থাকছে মোট চারটি গান। বাংলাদেশ ও নেপালে চিত্রায়িত হয়েছে চলচ্চিত্রটি।

কানাডার দর্শকরা অনলাইন ও সিনেমা হলের নির্ধারিত কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন অভি। এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে দেশের প্রায় ১০০ হলে মুক্তি পায় ‘ভালো থেকো’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads