• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

সম্মাননা পেল মম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ মে ২০১৮

‘রোহিঙ্গা’ শিরোনামের গানের জন্য সম্মাননা পেয়েছেন শিশুশিল্পী আতিকা রহমান মম। গত বছরের শেষের দিকে বাজনাবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। মুক্তির পর পর দর্শক ও শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে গানটি।

বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলার সঙ্গীত আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় মমকে। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশিষ্ট অভিনেতা পীরজাদা হারুন উর রশীদ।

আতিকা রহমান মম বলে, ‘যেকোনো সম্মাননা ও পুরস্কারই মূলত তার কাজের স্বীকৃতি। রোহিঙ্গা গানের জন্য বাংলার সঙ্গীত স্টার অ্যাওয়ার্ডটিও আমার জন্য তেমনই একটি সম্মানের বিষয়। যারা আমাকে সম্মানিত করলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিসলু আহমেদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন আতিকুর রহমান। মম বর্তমানে ৭ম শ্রেণির ছাত্রী। এ পর্যন্ত বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছে সে। ২০১৩ সালে দেশাত্মবোধক গান ‘শোন শোন বাংলাদেশ’-এর মাধ্যমে আলোচনায় আসে মম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads