• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

আমি গান ছাড়ব না

  • প্রকাশিত ০৭ মে ২০১৮

হাসান সাইদুল

সাইদুস সালেহীন খালেদ। দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের প্রতিষ্ঠাতা ও দলনেতা। বেসবাবা সুমন নামেই পরিচিত তিনি। মূলত গায়ক এবং বেস গিটার বাজিয়ে থাকেন। বাস্তবিক জীবনে তিনি গানের পিছনে যেভাবে লেগেছেন ঠিক একই ভাবে অসুস্থতাও তার পিছন ছাড়েনি। শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও গান গিটার হাতে তুলে নিয়েছেন।

শরীরের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, কিছুদিন আগেও শরীরের অবস্থা খুব খারাপ ছিল। এ মুহূর্তে ভালো আছি। এ যাবৎ আমার শরীরে ৩৭ বার অস্ত্রোপচার করা হয়েছে। 

চিকিৎসক নিষেধ করেছিলেন যেন গান না করেন, তারপরও কেন গান করছেন জানতে চাইলে সুমন বলেন, সত্যিকার অর্থে গানটা আমার অস্তিত্বের ব্যাপার। গানের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমার ভালো লাগা খারাপ লাগা গানের মাধ্যমে প্রকাশ করি। গান ছেড়ে দেওয়া আমার পক্ষে কঠিন এবং অসম্ভব বিষয়।

’৮৬ সাল থেকে আপনি গানের জগতে। তিন যুগে দুই চোখে কি দেখলেন, কি বুঝলেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, অবস্থা অনেক ভালো হয়েছে, আবার খারাপ সময়ও গেছে। এ মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে সঙ্গীত নিয়ে কিছু সমস্যা চলছে। কপিরাইট, শিল্পীদের চাহিদা ও পাওনা নিয়ে সমস্যা যাচ্ছে বিশ্বজুড়েই। শিগগিরই সব সমস্যার সমাধান হবে বলে বিশ্বাস করি। আশা করি বাংলাদেশের রক মিউজিক এবং ব্যান্ড আরো ভালো একটা অবস্থানে যাবে।

অর্থহীনের বর্তমান অবস্থানের কথা তিনি বলেন, অর্থহীন মাঝেমধ্যে চুপ হয়ে যায়, আবার জেগে ওঠে। এর কারণ হচ্ছে, আমার অসুস্থতা। দলে আমার সহকর্মীরা খুবই আন্তরিক। আমার অসুস্থতায় তারা প্রভাবিত হয়। তারা বলে, সুমন ভাই আপনি সুস্থ হলে আবার শুরু করব। এখন আমার শারীরিক অবস্থা কিছুটা ভালো, তাই আবার কনসার্টে নেমেছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads