• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮

আনন্দ বিনোদন

উৎসবে নিষিদ্ধ বিদেশি ছবি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ মে ২০১৮

বিশেষ দিবসে যৌথ প্রযোজনা বা আমদানি করা কোনো ছবি মুক্তি দেওয়া যাবে না। এক রিটের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ ও একেএম জহিরুল হক। গত বৃহস্পতিবার বিকালে এ আদেশ দিয়েছেন তারা। এর ফলে এখন থেকে ঈদ, পহেলা বৈশাখ বা দেশের বিভিন্ন উৎসবে দেশীয় ছবি ছাড়া অন্য কোনো ছবি দেশের হলে মুক্তি দেওয়া যাবে না।

যৌথ প্রযোজনা ও আমদানি করা ছবি বাংলাদেশের উৎসবে দেশীয় হলে মুক্তি কেন অবৈধ হবে না? এ ব্যাপারে একটি রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে তথ্যসচিব, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস-চেয়ারম্যান ও তথ্য মন্ত্রণালয়ের উপসচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশের বিশেষ দিবসে বিদেশি ছবি প্রদর্শনের স্থগিত চেয়ে রিট করেছেন প্রযোজক সেলিনা বেগম। ৯ মে নিপা এন্টারপ্রাইজের পক্ষে এ রিট করেছেন তিনি। রিটকারীর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মাহবুব শফিক। বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার শফিক আহম্মেদ গণমাধ্যমকে বলেন, ‘মহামান্য আদালত যৌথ প্রযোজনা ও আমদানি করা ছবিগুলো দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তির ওপর স্থগিতাদেশ দিয়েছেন। আগামী রোববার আদেশের কপি হাতে পাব।’

প্রযোজক সেলিনা বেগম বলেন, ‘দেশীয় চলচ্চিত্রের স্বার্থে ও বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের সঙ্গে একমত পোষণ করে আমি এ মামলা করেছি।’

বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন হলে বিদেশি ছবি মুক্তি দেওয়া হয়েছিল। সম্প্রতি ‘ভাইজান এলো রে’ এবং ‘সুলতান-দ্য সেভিয়র’ ছবিটি ঈদে মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছিল। আলাদতের এ রিটের ফলে ছবি দুটি ঈদে মুক্তি পাচ্ছে না। ফলে উৎসবে দেশীয় ছবির দখলেই থাকবে ঢাকাই হলগুলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads