• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

টেলিছবি শেষ পৃষ্ঠা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ মে ২০১৮

‘শেষ পৃষ্ঠা’ দিয়ে  বোঝায় গল্পের শেষ। সেটা হতে পারে মধুর অথবা কষ্টের। জীবন পাতারও শেষ পৃষ্ঠা থাকে। থাকে আনন্দ আবার থাকে বেদনা। তেমনি পাওয়া না পাওয়ার একটি গল্প শেষ পৃষ্ঠা। এক প্রান্তে কেউ একজন না পাওয়ার কষ্টে ব্যাকুল, আবার অন্য প্রান্তে দুজন মানুষের পাওয়া এবং এক হওয়ার মধুরতা।

এমনই একটি গল্পে নির্মিত হয়েছে টেলিছবি ‘শেষ পৃষ্ঠা’। নির্মাণ করেছেন আজাদ আল মামুন। সেজান নূরের গল্পে টেলিছবিটিতে অভিনয় করেছেন মেহজাবিন। তার বিপরীতে রয়েছেন আবদুন নূর সজল। এ ছাড়া আরো অভিনয় করেছেন- এস এন জনি, মীর শহীদ, আজম খান, এম এইচ ফয়সাল, আবির খান, নুসরাত দোলন প্রমুখ।

টেলিছবিটি প্রসঙ্গে নির্মাতা আজাদ আল মামুন বলেন, ‘প্রচণ্ড ঝড়বৃষ্টি উপেক্ষা করে ভালোভাবে শুটিং শেষ করতে পেরেছি। আমার টিমের সবাই অনেক কষ্ট করেছেন।’

বাঁধন চরিত্রে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘ভিন্ন একটি চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। গল্পেও রয়েছে ভিন্নতা। আশা করছি দর্শক ভিন্নধর্মী একটি গল্প দেখতে পাবেন টেলিছবিটিতে।’

ফ্যাক্টর থ্রি সল্যুশনসের ব্যানারে নির্মিত টেলিছবিটির প্রযোজনা করেছে জেড এস মাল্টিমিডিয়া। আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের কথা রয়েছে টেলিছবিটির।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads