• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
জমে উঠেছে লড়াই

‘এভরিবডি নোস’ ছবির একটি দৃশ্য

ইন্টারনেট

আনন্দ বিনোদন

জমে উঠেছে লড়াই

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৮ মে ২০১৮

৭১তম কান উৎসবের পর্দা নামতে আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে জমে উঠেছে লড়াই। পাম দ্য’অর বা স্বর্ণ পাম জেতার লড়াই। স্বর্ণ পাম লড়াইয়ে হলিউডের পাশাপাশি শোনা যাচ্ছে জাপান এবং ইরানের নাম। বাংলাদেশ থেকে কান উৎসবে অংশ নেওয়া একাধিক জনের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

ইরানের নির্মাতা আসগর ফারহাদির ‘এভরিবডি নোস’ ছবির প্রদর্শন দিয়ে উদ্বোধন হয়েছিল উৎসবের। এবারের আসরে মূল প্রতিযোগিতায় রয়েছে বিভিন্ন দেশের ২১টি ছবি। তার মধ্যে ইরান আর জাপানের রয়েছে দুটি করে চারটি ছবি। উৎসবের ষষ্ঠ দিনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাফর পানাহি পরিচালিত ‘থ্রি ফেসেস’ ছবির টিম সদস্যরা। ইরানি এ পরিচালক ফ্রান্সে আসার সরকারি অনুমতি না পাওয়ায় এবারের কানে শুধু তার ছবিই দেখা যাচ্ছে। তাকে আর দেখা যাচ্ছে না।

‘নেতেমো সেমেতেমো’ ছবি নিয়েও চলছে কানে জোর আলোচনা। জাপানি পরিচালক রাইয়ুসুকি হামাগুচির এ ছবির সাফল্য দেখছেন অনেকে। বিশেষজ্ঞদের মধ্যে অনেকে পজেটিভ ভবিষ্যদ্বাণীও করে দিয়েছেন এ ছবির ব্যাপারে। ধারণা করা হচ্ছে, এবারের স্বর্ণ পাম উঠতে পারে এ ছবির হাতে। মার্কিন পরিচালক স্পাইক লির ছবি নিয়েও আলোচনা কম যাচ্ছে না। ‘ব্ল্যাক ক্ল্যান্সম্যান’ যেভাবে তার অবস্থান তৈরি করে নিয়েছে তাতে অনেকেরই মনে ভাবনা জন্ম দিয়েছে। স্বর্ণ পাম লড়াইয়ে অনেকটা এগিয়ে অবস্থান করছে এ ছবিটি। তবে শেষ পর্যন্ত কার হতে যাচ্ছে ‘স্বর্ণ পাম’ সেটা জানার জন্য আরো অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads