• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
ঈদে চ্যানেল আইতে কালের পুতুল

থ্রিলার ঘরানার ছবি ‘কালের পুতুল’

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

ঈদে চ্যানেল আইতে কালের পুতুল

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ মে ২০১৮

কে আগে কে পরে জানা যায় না। একে একে খুন হয়ে যাচ্ছে সবাই। সবাই শঙ্কায়, কিন্তু কেন? এটাই সিনেমার প্রাণ। কোনো প্রধান চরিত্র নেই। সবাই প্রধান। সবাই সবাইকে সন্দেহ করে।

গত ৩০ মার্চ মুক্তি পাওয়া ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কালের পুতুল’ ঈদুল ফিতরে প্রথম টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। অ্যাগাথ্রি ক্রিস্টির রহস্য উপন্যাস এবং তেন্ডস ইফতে ইয়ার নাইট দ্বারা অনুপ্রাণিত এ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আ কা রেজা গালিব। এটি তার প্রথম চলচ্চিত্র নির্মাণ।

থ্রিলার ঘরানার এ ছবিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ফেরদৌস, বিটি রানী সরকার, শাহেদ আলী, লুৎফর রহমান জর্জ, রেইতু সাত্তার প্রমুখ।

ছবির কাহিনীতে দেখা যাবে- দশজনের একটি দল বেড়াতে যায় বান্দরবানে। সেখানে রহস্যময় এক ব্যক্তির আমন্ত্রণ। তারপর একে একে খুন হতে থাকে তাদের দলের সদস্যদের। কিন্তু কেন এ হত্যাকাণ্ড, কে বা কারা খুন করছে এর কোনো খোঁজ মিলছে না। এভাবে গল্প এগিয়ে যেতে থাকে। খুনের আসল রহস্য উদ্ঘাটন করতে ছবিটি উপভোগ করতে হবে ঈদুল ফিতরের দিন বিকাল ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads