• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
রাবেয়া খাতুনের অমিত্রাক্ষর

রাবেয়া খাতুনের উপন্যাসের গল্প নিয়ে নির্মিত নাটক ‘অমিত্রাক্ষর’

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

রাবেয়া খাতুনের অমিত্রাক্ষর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ মে ২০১৮

পাঠকদের কাছে পরিচিত, সমাদৃত ও নন্দিত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। একসময় শিক্ষকতা ও সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। উপন্যাস, গবেষণাধর্মী  রচনা, ছোটগল্প, ধর্মীয় কাহিনী, ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা, মুক্তিযুদ্ধের গল্পসহ শতাধিক পুস্তক প্রকাশ করেছেন তিনি। তার গল্পে রেডিও-টিভিতে প্রচারিত হয়েছে অসংখ্য নাটক, জীবন্তিকা, সিরিজ নাটক এবং চলচ্চিত্রও নির্মিত হয়েছে কয়েকটি।

এবারের ঈদে রাবেয়া খাতুনের উপন্যাসের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অমিত্রাক্ষর’। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবুল হায়াত।

গল্পে দেখা যাবে, জাফর ও জোলেখার বিয়ে পারিবারিকভাবে ঠিক হয়ে আছে। ওরাও একে অপরকে গভীরভাবে ভালোবাসে। ওদের বয়সের ১০ বছর পার্থক্যটা মাঝেমধ্যে জটিলতার সৃষ্টি করে। জাফর ভালোবাসার গভীরতায় যতটাই ঘনিষ্ঠ হতে চায় জোলেখা ততই আড়ষ্ট আচরণ করে। কারণ শরীরে বাড়ন্ত হলেও মানসিকভাবে সে কৈশোরকে পেরুতে পারছিল না তখনো। এই নিয়েই শুরু হয় দ্বন্দ্ব।

ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাত ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন, সাজ্জাদ, আবুল হায়াত, শিরীন আলম, মাসুম আজিজ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads