• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
শুরু থেকেই স্পেন

অভিনেতা সিয়াম আহমেদ

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

শুরু থেকেই স্পেন

  • আল কাছির
  • প্রকাশিত ৩১ মে ২০১৮

‘২০০৭ বা ২০০৮-এর দিকে ডেভিড ভিয়ার খেলা দেখে তার ভক্ত হয়ে যাই। তার খেলা দেখে অনেক বেশি মুগ্ধ ছিলাম। সে সময় এরকম খেলোয়াড় খুব কমই ছিল। খুব ভালো স্ট্রাইকার ছিলেন তিনি। ধীরে ধীরে তার খেলা আমার ভালো লাগতে শুরু করল। তারপর বাকিদের খেলা ভালো লাগল। আমার পছন্দের যত খেলোয়াড় আছে তারা সবাই লা লিগাতে খেলে। সব মিলিয়ে দেখলাম, স্পেন দলটাই আমার সবচেয়ে পছন্দের একটি দল।’ বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল সম্পর্কে জানতে চাইলে এমনটাই জানান অভিনেতা সিয়াম আহমেদ।

শুনেছি আপনি নাকি বার্সেলোনার ফ্যান? সিয়াম বলেন, ‘নট অনলি ফ্যান। অনেক বড় ফ্যান। আবার বার্সেলোনাতেও স্পেনের অনেক খেলোয়াড় খেলে। আমি শুরু থেকেই স্পেনের সাপোর্টার। স্পেন যেবার প্রথম দিকেই বিশ্বকাপ আসর থেকে ছিটকে পড়েছিল সেবারও আমি স্পেনের সাপোর্টারই ছিলাম।’

ফুটবলে যার খেলা সামনে পড়ে তার খেলাই দেখেন সিয়াম। খেলা দেখতে যেমন পছন্দ করেন তেমনি খেলতেও পছন্দ করেন এ অভিনেতা। স্পেন ছাড়া অপেক্ষাকৃত দুর্বল দলের দিকে তার সাপোর্ট চলে যায় বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads