• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
‘মিস আমেরিকা’ থেকে বিকিনি পর্ব বাতিল

‘মিস আমেরিকা প্রতিযোগিতা’য় বিকিনি পর্ব থাকছে না

ইন্টারনেট

আনন্দ বিনোদন

‘মিস আমেরিকা’ থেকে বিকিনি পর্ব বাতিল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৭ জুন ২০১৮

যুক্তরাষ্ট্রের সেরা সুন্দরী নির্বাচনের আয়োজন ‘মিস আমেরিকা প্রতিযোগিতা’য় এখন থেকে আর বিকিনি পরার কোনো পর্ব থাকবে না। বিচারকদের সামনে বিকিনি পরে আর প্রতিযোগীদের আসতে হবে না।

বিবিসি জানায়, সান্ধ্যকালীন পোশাকের পর্বে প্রতিযোগীদের এমন পোশাক পরে আসতে বলা হবে, যা পরে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তাদের নিজস্ব ধরন প্রকাশ পায়। এবিসি টিভির ‘গুডমর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেছেন এই আয়োজনের সাবেক বিজয়ী গ্রেচেন কারসন।

তিনি বলেন, ‘আমরা এখন থেকে আর প্রতিযোগীদের শরীর দেখে তাদের বিচার করব না। এটি একটি বিরাট অর্জন। কোনো প্রদর্শনী নয়, বরং এটি একটি প্রতিযোগিতা।’

সাঁতারের পোশাক পর্বের পরিবর্তে এ সময় প্রতিযোগীদের একটি সাক্ষাৎকার পর্ব হবে। যেখানে তাদের ভালো লাগা, বুদ্ধিমত্তা আর মিস আমেরিকা হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে প্রশ্ন করা হবে।

তিনি বলছেন, ‘কে নিজেকে তুলে ধরতে না চায় বা নেতৃত্বের গুণাবলি শিখতে চায় অথবা কলেজের ফি দিতে চায়? সারা বিশ্বের কাছে কে নিজের ভেতরের গুণাবলি তুলে ধরতে না চায়? এখন থেকে আমরা এসবের ভিত্তিতেই তাদের বিচার করব।’

মিস আমেরিকার সাবেক নির্বাহী পরিচালক স্যাম হ্যাসকেল, প্রেসিডেন্ট জোশ র‍্যান্ডেল আর অন্য বোর্ড সদস্যরা অশ্লীল ইমেল কেলেঙ্কারির জের ধরে গত বছর পদত্যাগ করেছেন। সেসব ইমেলে এই কর্মকর্তারা সাবেক বিজয়ীদের চেহারা, বুদ্ধি আর যৌনজীবন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন, যা হাফিংটন পোস্টে প্রকাশিত হয়। এরপরেই সব নারী প্রধান দলের মিস আমেরিকা সংস্থায় যুক্ত হন মিজ কারসন। ১৯৮৯ সালে তিনি মিস আমেরিকা হয়েছিলেন।

২০১৯ সালের মিস আমেরিকা প্রতিযোগিতা মার্কিন টেলিভিশন এবিসি টেলিভিশনে সরাসরি প্রচারিত হবে ৯ সেপ্টেম্বর থেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads