• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
মহিলা সমিতিতে ‘হাছনজানের রাজা’

প্রাঙ্গণেমোরের নতুন নাটক ‘হাছনজানের রাজা’

ছবি : সংরক্ষিত

আনন্দ বিনোদন

মহিলা সমিতিতে ‘হাছনজানের রাজা’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ জুন ২০১৮

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে প্রাঙ্গণেমোরের নতুন নাটক ‘হাছনজানের রাজা’ মঞ্চায়িত হবে। সুনামগঞ্জ, নেত্রকোনা, রামপাশা, লক্ষণশ্রী আর সিলেটের একাংশ নিয়ে পাঁচ লাখ বিঘার বিশাল অঞ্চলের জমিদার ও মরমী গীতিকবি হাছন রাজাকে নিয়ে নাটক ‘হাছনজানের রাজা’। শাকুর মজিদের লেখা ও অনন্ত হিরার নির্দেশনায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় ২০ এপ্রিল। নাটকটি ইতোমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে বলে প্রাঙ্গণেমোর সূত্রে জানা যায়।

এ নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সঙ্গীত পরামর্শক হাছন রাজার গানের জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী, সঙ্গীত পরিকল্পনা রামিজ রাজু, আলোক পরামর্শক বাংলাদেশের প্রবীণ আলোক পরিকল্পক ঠাণ্ডু রায়হান, আলোক পরিকল্পনা তৌফিক আজীম রবিন এবং পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।

‘হাছনজানের রাজা’ নাটকটিতে অভিনয় করেছেন রামিজ রাজু, আউয়াল রেজা, মাইনুল তাওহীদ, সাগর রায়, শুভেচ্ছা রহমান, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, আশা, প্রকৃতি, প্রীতি, সুজয়, নীরু, সুমন, বাঁধন ও রুমা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads