• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
শেষের পথে ‘রূপসা নদীর বাঁকে’

‘রূপসা নদীর বাঁকে’ ছবির একটি দৃশ্য

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

শেষের পথে ‘রূপসা নদীর বাঁকে’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ জুন ২০১৮

তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ ছবির চিত্রায়ণ শেষের পথে। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবির চিত্রায়ণ ৯০ শতাংশ শেষ হয়েছে বলে জানা গেছে। আগামী মাস থেকে ছবিটির ডাবিং শুরু করবেন পরিচালক।

চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে একজন ত্যাগী বাম নেতাকে ঘিরে। ১৯৭১ সালে যাকে হত্যা করে রাজাকাররা। এমন কাহিনী নিয়ে ছবি নির্মাণ প্রসঙ্গে পরিচালক তানভীর মোকাম্মেল জানান, দেশের বিভিন্ন ক্রান্তিকালে বামদের ভূমিকা অনেক। কিন্তু তাদের অবদানের কথা তেমনভাবে কোথাও উঠে আসেনি। সে চিন্তা থেকেই বাম নেতাদের ত্যাগ-তিতিক্ষার কথা তুলে ধরতে চেয়েছি।

দুই ঘণ্টা ব্যাপ্তির এ ছবিতে থাকছে দুটি গান। একটিতে কণ্ঠ দিয়েছেন চিত্রলেখা গুহ। ছবিতে অভিনয় করেছেন— জাহিদ হাসান শোভন, খায়রুল আলম সবুজ, তওসিফ সাদমান তূর্য, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবিরসহ আরো অনেকে। খুলনা ও কুমিল্লার বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হয়েছে ছবিটির।

গণ-অর্থায়নের মাধ্যমে ছবির অর্থ সংগ্রহ করে কাজ শেষ করছেন তানভীর মোকাম্মেল। তিনি জানান, সরকারি অনুদান হিসেবে ৫০ লাখ টাকা পাওয়া  যাচ্ছে। ছবির পুরো বাজেট প্রায় ৯৬ লাখ টাকা। বাকি টাকা ক্রাউড ফান্ডিং বা গণ-অর্থায়নের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। আসছে শীতে ছবিটি মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছেন পরিচালক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads