• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
সেন্সরে ‘রাত্রির যাত্রী’

ছবিটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৫ সালে

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

সেন্সরে ‘রাত্রির যাত্রী’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ জুলাই ২০১৮

অবশেষে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে ‘রাত্রির যাত্রী’ ছবিটি। হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় ছবিটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৫ সালে। চিত্রায়ণ শেষ হয়েছে কিছুদিন আগে। সম্প্রতি ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক।

পরিচালক হাবিব বলেন, ‘এ সপ্তাহেই ছবিটি সেন্সরে জমা দিয়েছি। আশা করছি আমরা বিনা কর্তনে সেন্সর সার্টিফিকেট পাব। সেন্সর সার্টিফিকেট পেলে সুন্দর একটা দিন-তারিখ দেখে আমরা ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।’

প্রায় তিন বছর সময় নিয়ে কাজ হয়েছে ছবিটির। এ ব্যাপারে জানতে চাইলে হাবিব বলেন, ‘আমার এ ছবিতে অনেক স্টার কাস্ট রয়েছে, যারা সবাই যার যার জায়গায় প্রতিষ্ঠিত। তাদের শিডিউল মেলাতে গিয়ে আমার অনেক সময় লেগেছে। আরেকটি ব্যাপার হলো, আমরা ছবির পোস্ট প্রোডাকশনটি অনেক যত্ন করে করেছি। সব মিলিয়েই আমাদের এ সময়টি লেগেছে।’

ছবিটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন হাবিবুল ইসলাম হাবিব। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— মৌসুমী, সালাহউদ্দিন লাভলু, আনিসুর রহমান মিলন, এ টি এম শামসুজ্জামান, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেলসহ আরো অনেকে। ছবির আইটেম গানে অংশ নিয়েছেন নায়লা নাঈম এবং বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সম্রাট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads