• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
প্রচারণায় ‘রাত্রির যাত্রী’

সম্প্রতি ছবিটির অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

প্রচারণায় ‘রাত্রির যাত্রী’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ জুলাই ২০১৮

হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘রাত্রির যাত্রী’। সম্প্রতি ছবিটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছেন পরিচালক। পোস্টার প্রকাশ হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ছবিটি নিয়ে আলোচনা চলছে। ছবিটির ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। এদিকে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পরিচালকসহ অন্যরা।

ছবিটি কবে নাগাদ মুক্তির পরিকল্পনা করছেন? উত্তরে পরিচালক বলেন, ‘ঈদের পর পরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে আমাদের। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সেটি জানিয়ে দেব।’

খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটির প্রচারণায় অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মানুষদের প্রতি যারা নিজেদের ইচ্ছায় ছবিটির প্রচারণায় অংশ নিয়েছেন। নিজেদের মধ্যে ছবিটি নিয়ে আলোচনা করেছেন। ছবিটি নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার চালাচ্ছেন।’

‘রাত্রির যাত্রী’ সবার ছবি উল্লেখ করে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘অনেক অক্লান্ত পরিশ্রমের পর ছবিটি মুক্তির মিছিলে আসতে পেরেছে। আশা করি দর্শক নিরাশ হবেন না। এ ছবিতে দর্শক গল্প পাবেন। যারা সত্যিকার অর্থে গল্পনির্ভর ছবি পছন্দ করেন তারা ছবিটি উপভোগ করতে পারবেন। আমার বিশ্বাস ছবিটি মুক্তির পর হলে দর্শকের ঢল নামবে। ছবিটি দেখে দর্শক বিনোদন তো পাবেনই, পাশাপাশি একটি বার্তাও পাবেন। ছবিটি দর্শককে নতুন করে ভাবাবে।’

‘রাত্রীর যাত্রী’ ছবিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মৌসুমী, এটিএম শামসুজ্জামান, অরুণা বিশ্বাস, শহিদুল আলম সাচ্চু, রেবেকা পারভীন, সালাহউদ্দিন লাভলু, সম্রাট, নায়লা নাঈম, শিমুল খান, মারজুক রাসেলসহ অনেকে।

এতগুলো স্টার কাস্ট নিয়ে ছবি করা প্রসঙ্গে হাবিব বলেন, ‘আসলে গল্পে যাদের ডিমান্ড করেছে আমি তাদেরকেই কাস্ট করেছি। কাস্টিংয়ের ব্যাপারে কোনোরকম ছাড় দেইনি। সবার শিডিউল মেলাতে অনেক চাপ হয়েছিল। তারপরও সবার সহযোগিতায় ছবিটি সুন্দরভাবে শেষ করতে পেরেছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads