• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
চীন যাচ্ছেন ঐশী

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

চীন যাচ্ছেন ঐশী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০২ অক্টোবর ২০১৮

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ বিজয়ী হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সেরা ১০ সুন্দরীর মধ্য থেকে বিজয়ী হয়েছেন তিনি। রোববার রাতে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের রাজদর্শন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে প্রথম রানার্স আপ হয়েছেন ‌নিশাত মাওয়া সালওয়া। দ্বিতীয় রানার্স আপ নির্বাচিত হয়েছেন নাজিবা বুশরা।

এবারের আসরে মূল বিচারকের দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যারিস্টার ফারাবী। গ্রান্ড ফিনালেতে আইকন বিচারক হিসেবে ছিলেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ এবং আনিসুল ইসলাম হিরু। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ডিজে সনিকা ও আরজে নিরব। প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আগামী ৭ ডিসেম্বর চীন যাচ্ছেন ঐশী।

কে এই ঐশী?

জান্নাতুল ফেরদৌস ঐশী। মধ্যবিত্ত পরিবারের সাদামাটা মেয়ে। বাবা আবদুল হাই সমাজসেবক এবং মা আফরোজা হোসনে আরা স্কুল শিক্ষিকা। পিরোজপুর মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা আসেন ঐশী। আত্মীয়ের বাসায় থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করা অবস্থায় জানতে পান মিস ওয়ার্ল্ড বাংলাদেশের কথা। আত্মবিশ্বাস নিয়ে নাম লেখান তাতে। জিতে নেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট।

দুই বোনের মধ্যে ছোট ঐশী। তার প্রিয় লেখক হুমায়ূন আহমেদ। হিমু ও মিসির আলী সিরিজের বইগুলো ভালো লাগে তার। শাকিব খান অভিনীত ছবি দেখেন মাঝে মধ্যে। ঐশীর প্রিয় অভিনেতা নায়করাজ রাজ্জাক। ভালো লাগে শাবানা ও নুসরাত ফারিয়ার অভিনয়। সেরা এ সুন্দরীর প্রিয় শিল্পীর তালিকায় নাম রয়েছে মিফতাহ জামানের। তার পছন্দের পোশাক শাড়ি, প্রিয় রঙ সবুজ।

সেরা সুন্দরী নির্বাচিত হওয়ার পর ঐশী বলেন, ‘যারা সেরা দশে ছিলেন সবাই যোগ্য। তাদের মধ্য থেকে সেরা হিসেবে নিজের নাম শুনতে পারাটা আসলেই সৌভাগ্যের ব্যাপার। এই সাফল্য আমার কাছে অনেক বড় স্বপ্ন জয়ের। মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব সেটা ভাবতেই ভালো লাগছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads