ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় স্পাইস রেডিও (৯৬.৪) আয়োজন করেছে মাদক ও সন্ত্রাসবিরোধী কনসার্ট। রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর শুক্রবার।
আয়োজক সূত্রে জানা গেছে, কনসার্টে অংশ নেবে ব্যান্ড দল ওয়ারফেইজ, আর্টসেল এবং সঙ্গীতশিল্পী কর্নিয়া। এ ছাড়াও সঙ্গীত পরিবেশন করবে ফিডব্যাক ও অন্তপুর ব্যান্ড। শুক্রবার বিকাল ৩টায় শুরু হবে কনসার্টটি। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।
আয়োজক প্রতিষ্ঠান রেডিও স্পাইসের মার্কেটিং ও সেলস ব্যবস্থাপক রাইসুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, যুব সমাজের মধ্যে সচেতনতা তৈরি করাই আমাদের এ কনসার্টের মূল উদ্দেশ্য। কনসার্ট থেকে মাদক ও সন্ত্রাসকে ‘না’ বলার জন্য যুব সমাজ এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হবে।