• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
প্রশংসিত জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

প্রশংসিত জয়া আহসান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৮

চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘এক যে ছিল রাজা’ ছবিটি। সৃজিত মুখার্জী পরিচালিত এ ছবিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার পরিচিত অভিনেত্রী জয়া। গাজীপুরের ভাওয়াল সন্ন্যাসীকে ঘিরে নির্মিত এ ছবিতে ভাওয়াল রাজা চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। জয়া আহসান অভিনয় করেছেন রাজার বোনের চরিত্রে।

মুক্তির পর কলকাতার একটি প্রভাবশালী দৈনিকের সূত্রে জানা গেছে, ছবিতে জয়া আহসানের অভিনয়ের প্রশংসা করেছেন সমালোচকরা। সংলাপ, অভিনয়, মেকআপ সব মিলিয়ে তুখোড় ছিলেন জয়া আহসান। সমালোচকরা মনে করছেন, ছবির সবচেয়ে শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেছেন জয়া। এজন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ অবশ্যই জয়া আহসান।

ছবিতে দুই রূপে দেখা গেছে জয়া আহসানকে। তরুণী এবং বৃদ্ধা উভয় চরিত্রেই দারুণ ছিল তার উপস্থিতি। শুধু তাই নয়, ছবিতে জয়ার অভিনয় দাগ কেটেছে অনেক দর্শকের মনে। তাই তো হল থেকে দর্শকরা জয়া নাম বলতে বলতেই বের হচ্ছিলেন। ছবিটি দেখে এ প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন কলকাতার এক দর্শক।

সমালোচকদের মতে, যিশু সেনগুপ্ত নিজের সেরা অভিনয়টাই দিয়েছেন ছবিতে। কিন্তু খাপছাড়া হয়েছে যিশুর মেকআপ। পরিচালক চাইলে আরো ভালো করতে পারতেন সন্ন্যাসী রাজার মেকআপ। এ ছাড়া ছবির বাকি অভিনয়শিল্পী অঞ্জন দত্ত, অপর্ণা সেন, অনির্বাণ, রুদ্রনীল ঘোষ, রাজনন্দিনী সবাই যার যার জায়গায় ঠিকঠাকই অভিনয় করেছেন। সব মিলিয়ে এবারের পূজায় পশ্চিমবঙ্গের বক্স অফিস কালেকশনে সৃজিত মুখার্জীই এগিয়ে থাকবেন।

এদিকে ১৯ অক্টোবর ঢাকাসহ সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান প্রযোজিত প্রথম ছবি ‘দেবী’। বর্তমানে এ ছবির প্রচারের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। প্রযোজনার পাশাপাশি এ ছবিতে অভিনয়ও করেছেন জয়া। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এ ছবিতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ যাকের প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads