• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটাব

চিত্রনায়িকা পরীমণি

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটাব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ অক্টোবর ২০১৮

পরীমণি। সময়ের আলোচিত চিত্রনায়িকা। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার। অভিষেকের আগেই প্রায় ২৩টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। এমন রেকর্ড ঢালিউডের অন্য নায়িকাদের নেই। যদিও সব ছবিতে শেষ পর্যন্ত তিনি অভিনয় করেননি।

আজ পরীমণির জন্মদিন। প্রতিবারের মতো এবারো জন্মদিন উপলক্ষে বিভিন্ন পরিকল্পনা করেছেন এ চিত্রনায়িকা। জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে পরীমণি বলেন, এবারো সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটাব। সন্ধ্যায় খুব কাছের বন্ধু এবং পরিবারের সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এবারের জন্মদিনে ড্রেসকোড কী? উত্তরে পরীমণি বলেন, ‘গত বছর তো নীল-সাদা রঙের পোশাক পরতে বলেছিলাম সবাইকে। এবার ছেলেদেরকে বলেছি কালো পোশাক পরতে আর মেয়েদেরকে বলা হয়েছে সোনালি রঙের পোশাক পরতে।’

বিশেষ দিনে বই এবং ফুল উপহার পেলে ভালো লাগে এ অভিনেত্রীর। পরীমণির প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। খুব ছোটবেলা থেকেই কবিগুরুর ভক্ত তিনি। পরীমণির প্রিয় পোশাক শাড়ি। পছন্দের রঙ সাদা। তবে ক্ষেত্রবিশেষে সব ধরনের এবং সব রঙের শাড়িই ভালো লাগে তার। বিশেষ করে দেশি তাঁত, জামদানি, সুতি শাড়িগুলোর সঙ্গে নিজেকে অনায়াসে মানিয়ে নিতে পারেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads