• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
ভাসুবিহারে মঞ্চস্থ হলো প্রত্ননাটক ‘মহাস্থান’

বগুড়ার ঐতিহাসিক ভাসুবিহারে মঞ্চস্থ হলো প্রত্ননাটক ‘মহাস্থান’

প্রতিনিধির পাঠানো ছবি

আনন্দ বিনোদন

ভাসুবিহারে মঞ্চস্থ হলো প্রত্ননাটক ‘মহাস্থান’

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ নভেম্বর ২০১৮

আড়াই হাজার বছর পর বগুড়ার ঐতিহাসিক ভাসুবিহারে প্রত্ননাটক ‘মহাস্থান’ মঞ্চস্থ হলো। বাংলাদেশ শিল্পকলা একাডেমী এই অঞ্চলের আড়াই হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য নিয়ে মঞ্চে আনলো প্রত্ননাটক ‘মহাস্থান’। প্রায় সোয়া ২ ঘন্টার এই নাটকে অংশ নেন সাড়ে তিন শতাধিক শিল্পী ও কলাকুশলী।

ড. সেলিম মোজাহারের রচনায় প্রত্ননাটকটির নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। মহাস্থানের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের শৈল্পিক উপস্থাপনই এই নাটকের মূল প্রতিপাদ্য। গতকাল শুক্রবার বিকেলে দু’দিনব্যাপী এই নাটক মঞ্চায়নের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। উদ্বোধনী পর্বে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাট্যজন মঞ্চসারথি আতাউর রহমান, নাট্যজন অধ্যাপক আবদুস সেলিম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান প্রমুখ।

প্রাচীন শিকার যুগ থেকে শুরু করে বিভিন্ন সময়ের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষপটের ভিত্তিতে এই অঞ্চলে ঘটে যাওযা ঘটনা সমূহ পালা গানরূপে নাটকে ফুটে তোলা হয়। নাটক দেখতে জেলা শহর ছাড়াও আশপাশের এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ সমবেত হন। ভাসুবিহার এলাকাটি পরিণত হয় মানুষের মিলন মেলায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads