• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
টেলি সামাদ শঙ্কামুক্ত, কাঙ্গালিনীর পাশে প্রধানমন্ত্রী

টেলি সামাদ ও কাঙ্গালিনী সুফিয়া

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

টেলি সামাদ শঙ্কামুক্ত, কাঙ্গালিনীর পাশে প্রধানমন্ত্রী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১২ ডিসেম্বর ২০১৮

গুরুতর অসুস্থ হয়ে গত মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। টানা চিকিৎসার পর তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আগামী দুই-একদিনের মধ্যে বাসায় নিয়ে যাওয়া হবে টেলি সামাদকে। এমনটাই জানিয়েছেন তার বড় মেয়ে সোহেলা সামাদ কাকলী।

টেলি সামাদ অনেকটা বিপদমুক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক দিন ধরেই বাবার খাদ্য গ্রহণে সমস্যা হচ্ছিল। স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভর্তির পরামর্শ দেন। তার বুকে ইনফেকশন ছিল, রক্তের প্লাটিলেট কমে যাচ্ছিল। ওষুধ দেওয়ার পর বাবা ধীরে ধীরে সেরে উঠছেন।’ ১৯৭৩ সালে ‘কার বউ’ ছবিতে অভিনয় করার মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন টেলি সামাদ। দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে প্রায় ৬০০ ছবিতে অভিনয় করেছেন তিনি।

এদিকে অসুস্থ সঙ্গীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়ার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্যোগে গত সোমবার ভোরে সাভারের এনাম মেডিকেল হাসপাতাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কাঙ্গালিনী সুফিয়ার বড় মেয়ে পুষ্প।

পুষ্প জানান, গেল সপ্তাহের মঙ্গলবার মুমূর্ষু অবস্থায় সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয় তার মাকে। আজকে (গতকাল) তার ফাইনাল রিপোর্ট দেওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। সাভার থেকে অ্যাম্বুলেন্স করে প্রধানমন্ত্রীর লোকেরা তাদের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন। এখন থেকে এখানেই মায়ের চিকিৎসা চলবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ৪ ডিসেম্বর নিজ বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন জনপ্রিয় ফোকশিল্পী কাঙ্গালিনী সুফিয়া। সুফিয়ার মেয়ে পুষ্প তাকে দ্রুত এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, কাঙ্গালিনী সুফিয়া ব্রেন স্ট্রোক করেছেন। তার হার্ট ও কিডনিতেও বড় ধরনের সমস্যা রয়েছে।

মাত্র ১৪ বছর বয়সে একটি অনুষ্ঠানে গান গেয়ে শিল্পী হিসেবে পরিচিতি পান কাঙ্গালিনী সুফিয়া। এরপর বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হয় তার নাম। জাতীয় ও আন্তর্জাতিকভাবে ৪০টি পুরস্কার পেয়েছেন এ শিল্পী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads